Rashmika Unclear Dialogues: ‘অ্যানিম্যাল’ ছবিতে রশ্মিকার অস্পষ্ট সংলাপ; মুখ খুললেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা

Rashmika Mandanna in Animal: 'অ্যানিম্যাল' ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর রশ্মিকাকে নিয়ে ট্রোলিং শুরু করেছে নেটিজ়েনদের। ট্রেলারে নাকি রশ্মিকার সংলাপ বোঝাই যাচ্ছে না। এবং হাসির ছলে সকলে তাঁকে 'গোলমাল'-এর অভিনেতা তুষার কাপুরের সঙ্গেও তুলনা করতে শুরু করে দিয়েছেন। নায়িকার এই অসম্মান দেখে মুখ খুলেছেন ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। জানিয়েছেন, কেন ওইভাবে কথা বলছিলেন রশ্মিকা।

Rashmika Unclear Dialogues: অ্যানিম্যাল ছবিতে রশ্মিকার অস্পষ্ট সংলাপ; মুখ খুললেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা
রশ্মিকা মন্দানা।

| Edited By: Sneha Sengupta

Nov 30, 2023 | 4:40 PM

তাঁর ‘ডিপফেক’ ভিডিয়ো ভাইরাল হওয়ার পর রশ্মিকাকে সমবেদনা জানিয়েছিলেন নেটিজ়েনরাই। কিন্তু সময় যেতে তিনিই নেটিজ়েনদের কাছে হয়ে উঠলেন হাসির খোরাক। রাত পেরলেই মুক্তি পাবে রশ্মিকা মন্দানার দ্বিতীয় (প্রথমটি ছিল ‘গুডবাই’) বলিউড ছবি ‘অ্যানিম্যাল’। এবং সেই ছবির ট্রেলারে রশ্মিকার মুখে সংলাপ শুনেই তাঁকে বিশ্রীভাবে ট্রোল করা শুরু হয়েছে।

রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয় করছেন দক্ষিণী তারকা রশ্মিকা মন্দনা। সেখানে রণবীর কাপুরের স্ত্রীর চরিত্র দেখা যাবে তাঁকে। বাবা- ছেলের গল্প নিয়ে ছবি। সম্প্রতি মুক্তি পেয়েছে ট্রেলারও। ট্রেলার মুক্তি পাওয়ার পর রশ্মিকাকে নিয়ে ট্রোলিং শুরু করেছে নেটিজ়েনদের। ট্রেলারে নাকি রশ্মিকার সংলাপ বোঝাই যাচ্ছে না। এবং হাসির ছলে সকলে তাঁকে ‘গোলমাল’-এর অভিনেতা তুষার কাপুরের সঙ্গেও তুলনা করতে শুরু করে দিয়েছেন। নায়িকার এই অসম্মান দেখে মুখ খুলেছেন ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। জানিয়েছেন, কেন ওইভাবে কথা বলছিলেন রশ্মিকা।

মান-অভিমানের দৃশ্য দেখানো হয়েছিল ট্রেলারে। যেখানে রশ্মিকা এইভাবে কথা বলছিলেন রণবীর কাপুরের সঙ্গে। এক সাক্ষাৎকারে সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে যখন সে ব্যাপারে জিজ্ঞেস করা হয়, তিনি বলেছেন, “ছবিতে রশ্মিকাকে বিশেষভাবে কথা বলতে দেখা যাবে। এবং এই দৃশ্যটি ছিল আবেগ জড়ানো। আমি জানতাম এইভাবে কথা বলার পর রশ্মিকাকে নিয়ে আলোচনা হবে। তবে এ কথাও বলতে চাই, কোনও মানুষ যখন খুব আবেগ নিয়ে কথা বলেন, তখন তাঁর দাঁত-মুখ খিঁচিয়ে ওঠে।”

সন্দীপ এটাও বলেছেন, “আমি জানি রশ্মিকা কী বলছেন সেটা শোনার জন্য বারবার করে ক্লিক করবেন নেটিজ়েনরা। এবং হয়েছেও তাই। নেটিজ়েনদের বারবার করেই ট্রেলারটির ওই বিশেষ অংশ ক্লিক করে দেখতে হয়েছে।”

রশ্মিকার আগে ‘অ্যানিম্যাল’ ছবিতে কাজ করার কথা ছিল পরিণীতি চোপড়ার। কিন্তু তাঁর ডেট পাওয়ার সমস্যা ছিল। তাই তিনি ছবিতে অভিনয় করতে পারেননি। ‘অ্য়ানিম্যাল’ মুক্তি পাবে ১ ডিসেম্বর ২০২৩।”