ভর্তি ছিলেন হাসপাতালে, ধুম জ্বর, এখন কেমন আছেন সৌমিতৃষা?

সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। একটা ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানান, ম্যালেরিয়া হওয়ার কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ ফেরাতে হচ্ছে তাঁকে। তিনি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

ভর্তি ছিলেন হাসপাতালে, ধুম জ্বর, এখন কেমন আছেন সৌমিতৃষা?

| Edited By: Bhaswati Ghosh

Nov 15, 2025 | 7:01 PM

সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। একটা ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানান, ম্যালেরিয়া হওয়ার কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ ফেরাতে হচ্ছে তাঁকে। তিনি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

এখন কেমন আছেন সৌমিতৃষা? TV9 বাংলাকে অভিনেত্রী জানালেন, ”আমি আগের চেয়ে একটু ভালো আছি। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি এখনও। আমার অনুরাগীদের সকলে এত ভালোবেসে পুজো দিয়েছেন, আমি সকলের ভালোবাসাতেই সুস্থ হচ্ছি ধীরে-ধীরে।” জ্বর এতটা বেড়ে গিয়েছিল অভিনেত্রীর যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তার সঙ্গে অন্য কিছু শারীরিক জটিলতা রয়েছে। খাবার খাওয়ার ক্ষেত্রে অনেক ধরনের নিয়ম মেনে চলতে হচ্ছে তাঁকে।

‘মিঠাই’ ধারাবাহিক করার পর থেকেই টলিউডে অসম্ভব জনপ্রিয়তা পান সৌমিতৃষা কুণ্ডু। এই ধারাবাহিক শেষ হওয়ার পর বেঙ্গল টপার হয়েছে বেশ কয়েকটা ধারাবাহিক। কিন্তু সেসব ধারাবাহিক ১২.৫ রেটিং ছুঁতে পারেনি বার্ক-এর নির্দিষ্ট গ্রুপে। এর থেকেই স্পষ্ট হয়ে যায়, সৌমিতৃষা অনুরাগীদের মনে ঠিক কতটা ঝড় তুলেছেন। এরপর ‘প্রধান’ ছবিতে দেবের নায়িকা হয়ে ডেবিউ করেন অভিনেত্রী। সৌমিতৃষা অভিনীত ‘কালরাত্রি’ ওয়েব সিরিজ হিট। সেই কারণে দ্বিতীয় সিজনের শুটিং সেরে ফেলেছেন অভিনেত্রী। তবে সেটার পর অসুস্থ হয়ে পড়েন।

সৌমিতৃষাকে নতুন ছবি বা ওয়েব সিরিজে আবার কবে দেখা যাবে, তা জানতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে অনুরাগীদের। যেহেতু শারীরিক অসুস্থতা রয়েছে, তাই এখনই কোনও শুটিং করছেন না অভিনেত্রী। তবে দুর্গাপুজোর সময়ে কিছু উদ্বোধনে পাওয়া গিয়েছিল সৌমিতৃষাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ধারাবাহিক দেখতে পছন্দ করতেন বলেই চর্চা। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে কি প্রার্থী হতে পারেন সৌমিতৃষা? এমন চর্চা নতুন নয় টলিপাড়ায়। তবে সৌমিতৃষা কোনও দলের হয়ে এমন কোনও প্রস্তাব পাবেন কিনা, প্রস্তাব পেলে কী সিদ্ধান্ত নেবেন, তা জানার জন্য আর তিন মাসের অপেক্ষাই যথেষ্ট।