AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সম্পর্ক তিক্ত হওয়ার পর শ্রীময়ীকে মেসেজ! কী লেখেন পিঙ্কি?

Tollywood Gossip: এই প্রেমদিবসেই বিয়ে সেরেছেন কাঞ্চন ও শ্রীময়ী। কাউকে কিচ্ছু না জানিয়ে, পরিবারের প্রিয়জনদের নিয়ে বিয়ে সারেন ওঁরা। আগামী ৬ মার্চ হতে চলেছে তাঁদের আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান।

সম্পর্ক তিক্ত হওয়ার পর শ্রীময়ীকে মেসেজ! কী লেখেন পিঙ্কি?
| Edited By: | Updated on: Feb 20, 2024 | 7:34 PM
Share

কাঞ্চন মল্লিক ও তাঁর দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম থেকেই সুসম্পর্ক ছিল ত্তরপাড়ারবিধায়কের তৃতীয় স্ত্রী শ্রীময়ী চট্টরাজের। যদিও সময়ের সঙ্গে সঙ্গে বদলায় সম্পর্কের সমীকরণ। ২০২১ সালে শ্রীময়ীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন পিঙ্কি। টিভিনাইন বাংলার কাছে রাখঢাক না করেই বলেছিলেন, “শ্রীময়ী চট্টরাজ গাড়ির দরজা আটকে রেখেছিল। কাঞ্চন মল্লিক আমাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করছিল। আমার আট বছরের বাচ্চাটা তখন কাটা ছাগলের মতো ভয়ে কাঁপছে।” পিঙ্কির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছিলেন কাঞ্চনও। এর পরও কেটেছে অনেক গুলো মাস। পিঙ্কির সঙ্গে সম্পর্ক কি আজও তিক্ত? টিভিনাইন বাংলাকে শ্রীময়ী বলেন, “আমাকে নিজের চ্যানেলের ইউটিউব লিঙ্ক পাঠিয়েছিল পিঙ্কিদি। ব্যস, ওইটুকুই।” শ্রীময়ী জানান, গত বছর পর্যন্ত ওশ, অর্থাৎ কাঞ্চন ও পিঙ্কির ছেলের জন্মদিনের কেকও ডিজাইন করে দিয়েছেন তিনিই। তিক্ততাকে জিইয়ে রাখার ইচ্ছে তাঁর নেই। আপাতত ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত তিনি।

প্রসঙ্গত, এই প্রেমদিবসেই বিয়ে সেরেছেন কাঞ্চন ও শ্রীময়ী। কাউকে কিচ্ছু না জানিয়ে, পরিবারের প্রিয়জনদের নিয়ে বিয়ে সারেন ওঁরা। আগামী ৬ মার্চ হতে চলেছে তাঁদের আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান। শ্রীময়ী জানিয়েছেন, একেবারে শেষ মুহূর্তে সব কিছু আয়োজন করা হচ্ছে, তাই খুব বড় করে নয় ছোট করেই হবে তাঁদের সামাজিক বিয়ে।