হৃতিকের ফ্ল্যাটে কত ভাড়া দিয়ে থাকবেন প্রেমিকা সাবা?

রোশন পরিবারের সম্পত্তি কেনাবেচা প্রায়ই সংবাদে উঠে আসে। মে ২০২৫-এ, হৃতিক ও তাঁর বাবা রাকেশ রোশন মিলে অন্ধেরির তিনটি ফ্ল্যাট ৬.৭৫ কোটিতে বিক্রি করেন। এ বছরের শুরুতে হৃতিক গোরেগাঁওতে ২,৭২৭ বর্গফুটের একটি অফিস স্পেস মাসিক ৫.৬২ লাখে ভাড়া নেন এবং ফেব্রুয়ারিতে তিনি পুণের খারাদিতে ৯,২০৯ বর্গফুটের একটি বাণিজ্যিক স্পেসের লিজ নবীকরণ করেন, যার মাসিক ভাড়া ৬.০৮ লাখ।

হৃতিকের ফ্ল্যাটে কত ভাড়া দিয়ে থাকবেন প্রেমিকা সাবা?

| Edited By: Bhaswati Ghosh

Aug 27, 2025 | 2:53 PM

হৃতিক রোশন আবার চর্চায় এলেন, কারণ তিনি তাঁর জুহুর সাগর-সংলগ্ন বিলাসবহুল ফ্ল্যাট তাঁর প্রেমিকা সাবা আজাদকে এক বছরের জন্য মাসিক ৭৫,০০০ টাকা ভাড়ায় দিয়েছেন, বলে খবর। এই সম্পত্তিটি জুহু-ভারসোভা লিঙ্ক রোডে ১২,০০০ বর্গফুট জুড়ে রয়েছে। ২০২০ সালের অক্টোবরে হৃতিক রোশন এই বিল্ডিংয়ের তিনটি তলা — ১৮তম তলা এবং ১৯ ও ২০তম তলার একটি ডুপ্লেক্স  ৯৭.৫ কোটিতে কিনেছিলেন। এই ব্যাপারে হৃতিক রোশনের মন্তব্য পাওয়া যায়নি।

রোশন পরিবারের সম্পত্তি কেনাবেচা প্রায়ই সংবাদে উঠে আসে। মে ২০২৫-এ, হৃতিক ও তাঁর বাবা রাকেশ রোশন মিলে অন্ধেরির তিনটি ফ্ল্যাট ৬.৭৫ কোটিতে বিক্রি করেন। এ বছরের শুরুতে হৃতিক গোরেগাঁওতে ২,৭২৭ বর্গফুটের একটি অফিস স্পেস মাসিক ৫.৬২ লাখে ভাড়া নেন এবং ফেব্রুয়ারিতে তিনি পুণের খারাদিতে ৯,২০৯ বর্গফুটের একটি বাণিজ্যিক স্পেসের লিজ নবীকরণ করেন, যার মাসিক ভাড়া ৬.০৮ লাখ।

হৃতিক রোশন বর্তমানে গায়িকা ও অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন। ২০২২ সালে করণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টিতে একসাথে হাজির হয়ে তাঁরা তাঁদের সম্পর্ককে আনুষ্ঠানিক করেন। এরপর থেকে সাবা রোশন পরিবারের বিভিন্ন অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। সাবা আজাদকে শীঘ্রই দেখা যাবে ‘সংগস অফ প্যারাডাইস’ নামে একটি অ্যামাজন প্রাইম ছবিতে। টিজার প্রকাশের পর হৃতিক তাঁকে উৎসাহিত করেছেন। কিছুদিন আগে মুক্তি পেল নায়ক অভিনীত ‘ওয়ার টু’। সেই ছবিকে অবশ্য সফল বলে মনে করা হচ্ছে না। হৃতিকের শেষ ছবি, তেমন ভালো ফল না করলেও, ব্যক্তিগত জীবনে যে ভালো সময় কাটাচ্ছেন হৃতিক-সাবা, তা স্পষ্ট।