পরোটা বিক্রেতা থেকে ‘হইচই’-এর অভিনেতা, রাজুদার জীবন যেন ছবির চিত্রনাট্য

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 06, 2025 | 8:51 PM

শিয়ালদহের ফুটপাত থেকে ওয়েব সিরিজের ক্যামেরার সামনে—রাজু ঘোষ, যিনি সোশ্যাল মিডিয়ায় পরিচিত 'রাজুদা' হিসাবে। এখন এক নতুন দুনিয়ায় প্রবেশ করেছেন। দীর্ঘদিন ধরে তাঁর পকেট পরোটা বিক্রির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

পরোটা বিক্রেতা থেকে হইচই-এর অভিনেতা, রাজুদার জীবন যেন ছবির চিত্রনাট্য

Follow Us

শিয়ালদহের ফুটপাত থেকে ওয়েব সিরিজের ক্যামেরার সামনে—রাজু ঘোষ, যিনি সোশ্যাল মিডিয়ায় পরিচিত ‘রাজুদা’ হিসাবে। এখন এক নতুন দুনিয়ায় প্রবেশ করেছেন। দীর্ঘদিন ধরে তাঁর পকেট পরোটা বিক্রির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর সেই জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে তিনি ওয়েব সিরিজে অভিনয় করার সুযোগ পেয়েছেন। এই সিরিজটি হইচই প্ল্যাটফর্মে আসবে, যেখানে তাঁকে অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে দেখা যাবে।

প্রথমবার অভিনয় করতে গিয়ে রাজু কিছুটা নার্ভাস হলেও, চিত্রনাট্য পড়ে বাড়িতেই প্র্যাকটিস করেছিলেন। তিনি জানান, গেম শো ‘লাখ টাকায় লক্ষ্মী লাভ’ থেকে ওয়েব সিরিজে আসা তার জন্য একটি নতুন অভিজ্ঞতা। ক্যামেরার সামনে গিয়ে তিনি কিছুটা অস্থিরতায় পড়লেও পরবর্তী শুটিংয়ে তাঁর সাবলীল অভিনয় নজর কেড়ে নেয়। রাজু জানিয়েছেন, প্রথমে হইচই-এর প্রোমোশনাল ভিডিও শুটের মাধ্যমে পরোটা বিক্রির স্টাইলেই সংলাপ বলার অভিজ্ঞতা হয়েছিল। তবে ওয়েব সিরিজের পুরো নাম এখনই প্রকাশ্যে আসেনি, এবং দর্শকদের একটু আরও অপেক্ষা করতে হবে।

ওটিটি প্ল্যাটফর্ম হইচই সম্প্রতি নিজেদের প্রচার কৌশলে নতুন ধরনের স্ট্র্যাটেজি গ্রহণ করেছে। ব্লগারদের সাহায্যে সিনেমা বা শো প্রচারের পাশাপাশি তারা দর্শকদের কাছে জনপ্রিয়তা পেতে চান, আর রাজু ঘোষের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বদের ওয়েব সিরিজে অন্তর্ভুক্ত করে সেই কৌশল আরও সফল করতে চায়।

Next Article