Exclusive: মহানায়িকার জন্মদিনে সেনবাড়িতে কী-কী হবে, জানালেন রাইমা

রাইমা সেন জানালেন, 'বাড়ি বা ঘর সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয়। জন্মদিনের জন্য বাড়িটা ফুল দিয়ে সাজানো হবে। আমরা প্রদীপ জ্বালাই। বাড়িতে মিষ্টি আসে। সেই মিষ্টি সকলের মধ্যে বিতরণ করা হবে বরাবরের মতো।'

Exclusive: মহানায়িকার জন্মদিনে সেনবাড়িতে কী-কী হবে, জানালেন রাইমা

| Edited By: জয়িতা চন্দ্র

Apr 05, 2025 | 1:27 PM

রাত পেরোলেই সুচিত্রা সেনের জন্মদিন। ৬ এপ্রিল দিনটাকে সিনেমাপ্রেমীরা উদযাপন করেন সেই জন্য। মহানায়িকা যে আর পাঁচজন কিংবদন্তি নায়িকার চেয়ে আলাদা ছিলেন, সেটা সকলেরই জানা। একটা সময়ের পর জনসমক্ষে না আসায় তাঁকে ঘিরে আজও কিছু রহস্য রয়ে গিয়েছে। আর রহস্য রয়েছে তাঁর বাড়ি ঘিরে। কোন ঘরে থাকতেন সুচিত্রা সেন, সেখানে কী-কী আছে, তাঁর মৃত্যুর পর কী-কী পরিবর্তন আনা হয়েছে সেই ঘরে, তা নিয়ে প্রশ্নের শেষ নেই। মুনমুন সেন বা রাইমা সেনের বাড়িতে অতিথি হয়ে গেলে কি সেই ঘর দেখতে দেওয়া হয়? এমন সব প্রশ্ন করতেই রাইমা সেন জানালেন, ‘বাড়ি বা ঘর সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয়। জন্মদিনের জন্য বাড়িটা ফুল দিয়ে সাজানো হবে। আমরা প্রদীপ জ্বালাই। বাড়িতে মিষ্টি আসে। সেই মিষ্টি সকলের মধ্যে বিতরণ করা হবে বরাবরের মতো।’

১৯৩১ সালে জন্মেছিলেন মহানায়িকা। জন্মগত নাম রমা দাশগুপ্ত। ব্রিটিশ ভারতে জন্মেছিলেন। ১৯৪৭ সালে বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সঙ্গে বিয়ে হয় সুচিত্রার। বিয়ের পরই প্রধানত সিনেমার সঙ্গে যোগ। ১৯৭৮ সালে সিনেমা থেকে যখন সরে গেলেন, তারপর সতর্কভাবেই নিজেকে গৃহবন্দি করেছিলেন মহানায়িকা। এই ব্যাপারে তাঁর ঠিক যা ভাবনা ছিল, সেটাকে সম্মান জানিয়েই পদক্ষেপ করেন কন্যা মুনমুন সেন এবং নাতনি রাইমা সেন আর রিয়া সেন। সে কারণেই মহানায়িকার বাড়ি ঘিরে বিস্তারিত কোনও তথ্য দিতে চান না রাইমা। তবে দিদার সঙ্গে রাইমার সখ্য ছিল খুব।