
বলিউডের বহু প্রতীক্ষিত ছবি ‘ওয়ার টু’ আসছে। এই ছবির তারকাদের পিছনে কোটি-কোটি টাকা ব্যয় করতে হয়েছে প্রযোজক-পরিচালকদের, সেটা আঁচ করতে অসুবিধা হয় না। প্রথমেই আসা যাক নায়ক হৃত্বিক রোশনের পারিশ্রমিকের কথায়। এই ছবি শুরু সময়েই ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে নিয়েছেন তারকা, এমনই খবর। এরপর আছে লাভ ভাগ করে নেওয়ার ব্যাপার। মানে ছবির বাণিজ্যের অঙ্ক যা হবে, বা ছবি থেকে মোট যে টাকা ঘরে আসবে, তার থেকে একটা নির্দিষ্ট শতাংশের অঙ্ক যাবে নায়কের কাছে। বলিউড হোক বা টলিউড, প্রফিট শেয়ারিংয়ে এখন ভরসা রাখছেন নায়কদের অনেকে।
এই ছবি নাকি তৈরি হয়েছে ৪০০ কোটি টাকায়। হিন্দি ছবির বিচারে অত্যন্ত বেশি বিনিয়োগের ছবি এটা। জুনিয়র এনটিআরকে দেখা যাবে খলনায়কের ভূমিকায়। তিনি এই ছবির জন্য ৭০ কোটি টাকার পারিশ্রমিক নিয়েছেন বলে খবর। ছবির প্রথম ঝলক যখন আসে, তখন কিয়ারা আদবানির বিকিনি লুক ভাইরাল হয়েছিল। নায়িকা এই ছবিটার জন্য ১৫ কোটি টাকার পারিশ্রমিক পেয়েছেন, তেমন জানা যাচ্ছে। ছবিতে অনিল কাপুর রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। তাঁর পারিশ্রমিকের অঙ্ক ১০ কোটি, এমন চর্চা রয়েছে।
বলিউডে এই বছর যেসব ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে এগিয়ে আছে ‘ছাবা’ আর ‘সাইয়ারা’। হৃত্বিক-কিয়ারার নতুন ছবি মুক্তির সপ্তাহেই কোনও নতুন রেকর্ড গড়বে কিনা ছবিটা, এখন তার দিকে তাকিয়ে রয়েছেন সিনেমাপ্রেমীরা। এমনিতে হিসাব যা বলছে, ‘রামায়ণ’-এর জন্য রণবীর যে পারিশ্রমিক নিয়েছেন, তাতে হৃত্বিক রোশনের চেয়ে তিনি এগিয়ে আছেন, হায়েস্ট পেড অভিনেতা হওয়ার দৌড়ে।