”মায়ের হাতের পায়েস আর খেতে পারব না”, জন্মদিনে মন খারাপ কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের
অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় নিজের জন্মিদিন কাটাচ্ছেন নিজের বাড়িতে পরিবারের সঙ্গে। তবে প্রতি মুহূর্তে মাকে মনে পড়ছে তাঁর ।যদিও তিনি মনে করছেন মা তাঁর সঙ্গেই রয়েছেন।

কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের এবারের জন্মদিনটা একটু আলাদা। কিছুদিন আগেই মাতৃহারা হয়েছেন নায়িকা। তবে তিনি মনে করেন মা তাঁর সঙ্গেই রয়েছেন। কনীনিকা এই মুহূর্তে জি বাংলার রান্না ঘরের শ্যুটে ব্যস্ত। ২১মে তাঁর জন্মদিন কেমন কাটছে জানতেই Tv9বাংলা যোগাযোগ করেন কনীনিকার সঙ্গে। নায়িকা বললেন, ” মাকে খুব মিস করছি , এবছর আর পায়েস খাওয়া হবেনা। ছোট বেলায় জন্মদিনে সকালে জল খাবার থেকে শুরু হত আমার জন্মদিন পালন। মা সকালে উঠেই আমার পছন্দের চাউমিন বানিয়ে দিতেন, এই ছোট ছোট বিষয়ে খুব খুশি হতাম। এছাড়াও মা দুপুরে আমার পছন্দের খাবার তৈরি করে দিতেন।তাছাড়া সারাজীবনতো দুপুরে মায়ের কাছেই খেয়েছি। আসলে আমাদের ছোটবেলাটা অন্যরকম ছিল আমরা অন্পতেই খুশি হতাম। সারাজীবনতো দুপুরে মায়ের কাছেই খেয়েছি। মাকে মনে পড়ছে।”
কনীনিকা আরও বলেন, ” গতকাল আমার এক বন্ধু আমার জন্য রান্না করে দুপুরে বাড়িতে ডেকে নিয়ে দিয়ে খায়িয়েছে, আমায় মনে হল মা আমার কাছেই আছে, মা ওকে দিয়ে রান্না করিয়ে খায়িয়েছে। আমি খেলে মাও খুশি হবে। আসলে মা আমার ভাল থাকাই কামনা করত। আজ বাড়ির সবার সঙ্গে কাটাচ্ছি, বিকেলে বন্ধুরা আসবে। গতকাল আমার জিবাংলার রান্নাঘরের টিম কেক এনছিল, আমি কাটতে চাইছিলাম না। তখন সবাই আমাকে বলল, তুমি কেক না কাটলে কাকিমার ভাল লাখবেনা। আমারও তাই মনে হল, মা তো আমার কাছেই আছেন। সাবই মিলে আমার জন্মদিনে আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন, তবে মাকেই বেশি মনে পড়ছে, মা চাইছে আমি ভাল থাকি। “
