‘বাবা বেবোর সঙ্গেই সুখী…’, সইফের সংসারের কোন সত্যি সামনে আনলেন ইব্রাহিম?

ইব্রাহিমের এই কথাগুলোই যেন মনে করিয়ে দেয়, বিচ্ছেদ মানেই সন্তানদের কাছে তা সবসময় কষ্টের যন্ত্রণার নয়। যদি বাবা-মা সচেতন থাকেন, তাহলে সন্তানদের শান্তিপূর্ণ পরিবেশ দেওয়া সম্ভব। যে ব্যলন্সটা সইফ থেকে অমৃতা, দুজনেই রাখার চেষ্টা করেছেন। 

বাবা বেবোর সঙ্গেই সুখী..., সইফের সংসারের কোন সত্যি সামনে আনলেন ইব্রাহিম?

| Edited By: জয়িতা চন্দ্র

May 13, 2025 | 1:42 PM

ইব্রাহিম খান। সইফ আলি খান ও অমৃতা সিং-এর পুত্রসন্তান। শৈশবেই বাবা-মায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ দেখেছেন তিনি। কতটা মানসিক যন্ত্রণার সম্মুখিন হতে হয়েছিল তাঁকে? এবার সইফের সংসার নিয়ে মুখ খুললেন ইব্রাহিম।

অভিনেতা ইব্রাহিম আলি খান সম্প্রতি GQ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের শৈশবের কঠিন সময়ের কথা শেয়ার করেন। বাবা সাইফ আলি খান ও মা অমৃতা সিংয়ের বিবাহ বিচ্ছেদের পর অনেকেই মনে করে ছিলেন, দুই সন্তানের ওপর এর খারাপ প্রভাব পড়বে। কিন্তু ইব্রাহিম সম্প্রতি সেই ভ্রান্তি ভেঙে দিয়ে সব সত্যি সামনে আনলেন। কেমন কেটেছে তাঁদের ছোটবেলা? কতটা মানসিক যন্ত্রণা দিয়ে গিয়েছেন তাঁরা, মিলল সব প্রশ্নের উত্তর।

সইফ পুত্র বলেন, “তখন আমার বয়স ছিল চার-পাঁচ বছর। তাই খুব বেশি কিছু মনে পড়ে না। কিন্তু মা-বাবা দুজনেই চেষ্টা করেছিলেন যেন আমি কষ্ট না পাই। আমি কখনও তাঁদের ঝগড়া বা রাগ করতে দেখিনি। সব সম্পর্ক সবসময় টিকে না, সেটা স্বাভাবিক।” ইব্রাহিমের কথা শুনেই বোঝা যায়, তাঁর বাবা-মা বিচ্ছেদের পরও তাঁকে ভালভাবে মানুষ করার চেষ্টা করেছেন।

তিনি আরও বলেন, “এখন বাবা তাঁর দ্বিতীয় স্ত্রী করিনা কাপুরের সঙ্গে বেশ খুশি, আর আমার দুই দুষ্টু মিষ্টি ভাইও আছে। অন্যদিকে অমৃতা, আমার মা, সবসময় খেয়াল রেখেছেন। আমি মায়ের সঙ্গেই থাকি। সবকিছু ঠিকঠাকই চলছে।”

ইব্রাহিমের এই কথাগুলোই যেন মনে করিয়ে দেয়, বিচ্ছেদ মানেই সন্তানদের কাছে তা সবসময় কষ্টের যন্ত্রণার নয়। যদি বাবা-মা সচেতন থাকেন, তাহলে সন্তানদের শান্তিপূর্ণ পরিবেশ দেওয়া সম্ভব। যে ব্যলন্সটা সইফ থেকে অমৃতা, দুজনেই রাখার চেষ্টা করেছেন।