IIFA 2024: আসছে আইফা ২০২৪, আবু ধাবিতে হাজির কোন কোন তারকা?

IIFA Award: ২৮ সেপ্টেম্বর থাকছেন 'এভারগ্রীন বিউটি' রেখা। ওই একই দিনে পারফর্ম করতে দেখা যাবে কৃতি শ্যাননকেও। এখানেই শেষ নয় অতিথি আসন উজ্জ্বল করবেন, মণিরত্নম, এআর রহমান, ঐশ্বর্যা রাই বচ্চন, চিরঞ্জিবী, বিক্রম, রাম চরণ, প্রভু দেবা, রান্না ডগুবতী, সামান্থা রুথ প্রভু।

IIFA 2024: আসছে আইফা ২০২৪, আবু ধাবিতে হাজির কোন কোন তারকা?

| Edited By: জয়িতা চন্দ্র

Sep 27, 2024 | 12:16 PM

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আইফা ২০২৪-এর আর বাকি মাত্র কয়েক ঘণ্টা। দেশের মাটিতে নয়, বিদেশের মাটিতেই হবে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। হাজির থাকবেন একগুচ্ছ বলিউডের তারকা। শুধু বলিউডের তারকারাই নয়, উপস্থিত থাকবেন দক্ষিণী চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্রেরা। আবুধাবির উদ্দেশে ইতিমধ্যেই রওনা দিয়েছেন তাঁরা। মেগা ইভেন্টে যোগ দেওয়ার আর যে সময় বাকি নেই। TV9 নেটওয়ার্ক ও News 9 আইফার তিন-তিনটে মেগা ইভেন্টের সঙ্গে যুক্ত। দেখে নেওয়া যাক কর্মসূচি…

প্রথম দিন অর্থাৎ ২৭ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়েই শুভ সূচনা হতে চলেছে আইফা ২০২৪-এর। দ্বিতীয় দিনেও থাকছে একের পর এক চমক। পুরস্কার বিতরণের পাশাপাশি থাকছে মনোগ্রাহী সব অনুষ্ঠানও। শনিবার অর্থাৎ ২৯ তারিখ অনুষ্ঠিত হবে আইফা রকস অর্থাৎ মিউজিক অ্যাওয়ার্ড। কোন কোন তারকার পারফরম্যান্স চাক্ষুষ করা যাবে এবারের আইফাতে?

২৮ সেপ্টেম্বর থাকছেন ‘এভারগ্রিন বিউটি’ রেখা। ওই একই দিনে পারফর্ম করতে দেখা যাবে কৃতি শ্যাননকেও। এখানেই শেষ নয় অতিথি আসন উজ্জ্বল করবেন মণিরত্নম, এআর রহমান, ঐশ্বর্য রাই বচ্চন, চিরঞ্জিবী, বিক্রম, রাম চরণ, প্রভু দেবা, রানা দগ্গুবাটি, সামান্থা রুথ প্রভু। নানি, নন্দামুরি বালাকৃষ্ণা, ভেঙ্কটেশ দগ্গুবাটি, ম্রুণাল ঠাকুরসহ অনেকে। প্রস্তুতি তুঙ্গে। এখন শুধু আইফা দেখার অপেক্ষা।