‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর মঞ্চে এবার ইমন, অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ পর্বে থাকছে কোন চমক?

প্রথম সিজনের সফলতার পর এখন সিজন ২-র পালা, আর এই সিজনের মাসিক ফিনালে পর্বকে আরও বিশেষ করে তুলতে হাজির হতে চলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী।

‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর মঞ্চে এবার ইমন, অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ পর্বে থাকছে কোন চমক?

| Edited By: জয়িতা চন্দ্র

Apr 29, 2025 | 2:05 PM

বাংলা টেলিভিশনে এখন নন-ফিকশন শো-এর রমরমা। সেই তালিকায় নাম লিখিয়েছে সান বাংলা জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। প্রথম সিজনের সফলতার পর এখন সিজন ২-র পালা, আর এই সিজনের মাসিক ফিনালে পর্বকে আরও বিশেষ করে তুলতে হাজির হতে চলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী।

শুধু অতিথি হিসেবে নয়, এই শো-এর সঙ্গে ইমনের রয়েছে আরও একটি আবেগের যোগ। কারণ শো-এর টাইটেল ট্র্যাকটি গেয়েছেন ইমন নিজে। তাই ফিনালের মঞ্চে এসে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গায়িকা। তিনি বলেন, “এই শো-এ এসে দারুণ লাগছে। মা লক্ষ্মীদের জীবনের সংগ্রামের গল্প শুনে আমিও অনুপ্রাণিত হচ্ছি। এখানে এত সব অসাধারণ নারীদের একসঙ্গে দেখে মনে হচ্ছে, এটাই আমার আসল ‘লক্ষ্মীলাভ’। সুদীপ্তাদি শো-টা একেবারে জমিয়ে রেখেছে।”

সিজন ২-এর এই মাসিক ফিনালে অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টায়, সান বাংলায়।এই ফিনালে পর্বের বিজয়িনী পাবেন ১ নয়, মোট ২ লক্ষ টাকা। পাশাপাশি প্রতিটি রাউন্ডেই রয়েছে আকর্ষণীয় নগদ পুরস্কার।

‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ শুধুমাত্র একটি গেম শো নয়, মহিলাদের স্বনির্ভরতার একটি প্ল্যাটফর্ম বলেই মনে করছেন নির্মাতারা। প্রত্যেক পর্বেই অংশ নেন তিনজন করে মহিলা প্রতিযোগী, আর তাঁদের সকলেই কিছু না কিছু পুরস্কার নিয়েই বাড়ি ফেরেন।
শো-তে রয়েছে নানা আকর্ষণীয় খেলা— ‘টাকার খনি’, ‘বল ফেলতে টাকা কুলো’, ‘টাকা বাঁচাতে বল ধর’— যা দর্শকদের কাছে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে।

পুরো শো-টির সঞ্চালনার দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, যাঁর উপস্থাপন গোটা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। নির্মাতাদের মতে,
“এই শো শুধুই বিনোদন নয়, এটি বাংলার মহিলাদের স্বপ্নপূরণের একটি বাস্তব মঞ্চ।”