Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood Gossip: এক ফ্রেমে শোভনের দুই প্রাক্তন, ‘খোঁচা’ দিতে ছাড়লেন না ইমন!

Tollywood Gossip: তাঁদের নিয়ে বিস্তর লেখালিখি, তাঁদের নিয়ে বিস্তর আলোচনাও। গসিপের আলোড়নে যখন জর্জরিত ইমন চক্রবর্তী ও স্বস্তিকা দত্তের জীবন, তখন সেই গসিপকে খানিক যেন জিইয়ে দিলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। শুধু কি তাই, হালকা খোঁচা দিতেও ছাড়লেন না জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা।

Tollywood Gossip: এক ফ্রেমে শোভনের দুই প্রাক্তন, 'খোঁচা' দিতে ছাড়লেন না ইমন!
এক ফ্রেমে শোভনের দুই প্রাক্তন, 'খোঁচা' দিতে ছাড়লেন না ইমন
Follow Us:
| Edited By: | Updated on: May 14, 2023 | 1:45 PM

 

তাঁদের নিয়ে বিস্তর লেখালিখি, তাঁদের নিয়ে বিস্তর আলোচনাও। গসিপের আলোড়নে যখন জর্জরিত ইমন চক্রবর্তী ও স্বস্তিকা দত্তের জীবন, তখন সেই গসিপকে খানিক যেন জিইয়ে দিলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। শুধু কি তাই, হালকা খোঁচা দিতেও ছাড়লেন না জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা। ব্যাপারটা একটু খুলেই বলা যাক, কিছু দিন আগেই বিচ্ছেদ হয়েছে শোভন গঙ্গোপাধ্যায় ও স্বস্তিকা দত্তের। আর বিচ্ছেদের পর থেকেই তার কারণ নিয়ে রটেছে একের পর এক রটনা। রটেছে, শোভনের প্রাক্তন প্রেমিকা ইমন চক্রবর্তীর জন্যই নাকি কালো মেঘ ঘনিয়েছিল তাঁদের সংসারে। ইমনকেও দাঁড় করানো হয়েছে নীতিপুলিশির কাঠগড়ায়। এবার এই সব যাবতীয় কটাক্ষেরই যেন জবাব দিলেন ইমন। সরাসরি কারও নাম উল্লেখ না করলেও এক ক্যাপশনেই বুঝিয়ে দিলেন অনেক কিছুই। শুক্রবার রাতে শহরে এক ছবির প্রিমিয়ার ছিল। সেই ছবিতে অভিনয় করেছেন স্বস্তিকা। ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন ইমনও। সেখানেই শোভনের দুই প্রাক্তন হাসিমুখে ছবি তুলেছেন, তাও আবার পাশাপাশি দাঁড়িয়ে। সেই ছবিই ইমন পোস্ট করে লিখেছেন, “এবার কী হবে?” কার্যত বুঝিয়েই দিয়েছেন যদি তাঁর জন্য সম্পর্ক ভাঙত, তবে এই ছবি তোলা আদপে সম্ভব হত কী?

প্রসঙ্গত, স্বস্তিকার আগে ইমনের সঙ্গে দীর্ঘ সম্পর্কে ছিলেন শোভন। যদিও তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এই মুহূর্তে ইমন বিবাহিত। স্বামী নীলাঞ্জনের সঙ্গে তাঁর ভালবাসারই বিয়ে। দুজনের মধ্যে সম্পর্কও দারুণ। তাই ইন্ডাস্ট্রির অন্দরে এই রটনা ঘুরে বেড়াতেই টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। সে সময় তিনি বলেছিলেন, “আমি চাই ওঁরা ভাল থাকুক। তখনও শোভনের ভাল চেয়েছি এখনও ভাল চাই। স্বস্তিকার-শোভন দু’জনের সঙ্গেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি জানি না ব্রেকআপ হয়েছে কিনা, আমি চাই না হোক। আর যা রটেছে আমি জাস্ট পাত্তাও দিতে চাই না। আই অ্যাম হ্যাপিলি ম্যারেড উইথ অ্যা পারফেক্ট হাজব্যান্ড।” অন্যদিকে স্বস্তিকা ও শোভনও কিন্তু ইমনের নাম জড়ানোয় বেশ খানিক অস্বস্তিতে পড়েছিলেন। শোভন বলেছিলেন, “আমাদের মধ্যে যাই হয়ে থাকুক না কেন, সেটা আমাদের ব্যক্তিগত বিষয়। অন্য কাউকে এভাবে টেনে নিয়ে এসে যা যা বলা হচ্ছে তা মোটেও কাঙ্ক্ষিত নয়। এটা একেবারেই সমর্থন করছি না।” আপাতত তিন জনের গতির অভিমুখ ভিন্ন দিকে। তবে ইমনের পোস্ট করা ছবিটি রসদ জুগিয়েছে রসিক নেটিজেনদের। তাঁদের প্রশ্ন, “শোভন এই ছবি দেখে কী ভাবছেন? প্রাক্তনের প্রাক্তন আদপে বন্ধুই?”