
ইমন চক্রবর্তী, বরাবরই তাঁর গান অনুরাগীদের মন জয় করে এসেছে। সে সিনেমায় হোক, কিংবা কনসার্ট, ইমন মানেই সকলের কাছে এক বাড়তি পাওনা। ইতিমধ্যেই জাতীয় পুরস্কার উঠে এসেছে তাঁর হাতে। এবার অস্কার দৌড়ে বাংলা গানকে পৌছে দিলেম ইমন চক্রবর্তী। বাংলা গানের কাছে এই পর্যায় সম্মান অর্জন এই প্রথম। অতীতে বাংলা গান অস্কার মঞ্চে জায়গা করতে পারেনি। এবার সেই সম্মান পায়নি। মঙ্গলবার সকালেই সুখবর পেলেন তিনি। শুভেচ্ছা বার্তায় ভরছে তাঁর সোশ্যাল মিডিয়ার পাতা।
অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় প্রাথমিক পর্যায়ে নির্বাচিত হয়েছে ৮৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য নির্বাচিত হয়েছে মোট ১৪৬টি গান, এবার এই গানের মধ্যেই চলবে চুলচেরা বিচার। সেই তালিকাতেই রয়েছে ইমন চক্রবর্তীর ‘ইতি মা’ গানটি।
ইন্দিরা ধর মুখোপাধ্যায় ছবি ‘পুতুল’ কান ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে। সেই ছবিরই গান ‘ইতি মা’। চলতি বছর শিশু দিবসেই মুক্তি পেয়েছিল গানটি। আর ডিসেম্বর পড়তেই সামনে এল বড় খবর। মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মতোই ব্যস্ত ছিলেন তিনি। সারেগামাপা-র শ্যুটিং চলছিল পুরো দমে। যার মাঝে এই খবর পেয়ে খানিক অবাক তিনিও।