বিয়ের আগের দিন ঘরোয়া অনুষ্ঠানে ইমনের মেহেন্দি
“নীলাঞ্জন আসলে আমাকে যেমন ভাবে বোঝে, তা আর কেউ বোঝে না। ও আমাকে কিছু কথা বলেছে, যা একমাত্র আমার বাড়ির লোকেরাই বলে”
হলুদ রঙা শাড়ি। গোলাপি ব্লাউজ। মেরুন টিপ। কানে ছোট্ট ঝুমকো। কখনও খোলা চুল। কখনও বা হাত খোঁপা করা। ঠিক এই সাজেই বিয়ের আগের রাতে ফ্রেমবন্দি হলেন গায়িকা (singer) ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। আজ তাঁর বিয়ে। পাত্র সুরকার নীলাঞ্জন ঘোষ। গতকাল রাতে মেহেন্দির অনুষ্ঠানে এমনটাই সেজেছিলেন ইমন।
দু’দিন আগে বাড়িতেই ঘরোয়া অনুষ্ঠানে রেজিস্ট্রি সেরেছেন ইমন-নীলাঞ্জন। ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুরা উপস্থিত ছিলেন। কমলা রঙা কাতান বেনারসী, সোনার গয়নায় সেজেছিলেন ইমন। নীলাঞ্জনের পরনে ছিল সাদা কাজ করা পাঞ্জাবি। আজ অর্থাৎ বিয়ের দিনও ট্র্যাডিশনাল পোশাকেই দেখা যাবে তাঁদের। ডিজাইনার অভিষেক রায় সাজিয়েছেন এই জুটিকে।
View this post on Instagram
২০১৯-এর সেপ্টেম্বরে আলাপ ইমন-নীলাঞ্জনের। একটা রেকর্ডিং করতে গিয়ে প্রথম দেখা। প্রথম দেখায় নাকি নীলাঞ্জনকে বেশ রাগী মনে হয়েছিল ইমনের। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব এবং প্রেম। খুব বেশি বদল নাকি হয়নি তাঁদের। বরং একসঙ্গে অনেক নতুন কাজ শুরু করেছেন। একা একা সেই কাজ হত না বলে দাবি করলেন দু’জনেই। কমন ফ্যাক্টর বেড়াতে যাওয়া। এই একটা কাজে নাকি ‘না’ নেই ইমন-নীলাঞ্জনের। এখন থেকেই বেড়াতে যাওয়ার জন্য আলাদা ফান্ড তৈরি করছেন বলে জানালেন।
“নীলাঞ্জন আসলে আমাকে যেমন ভাবে বোঝে, তা আর কেউ বোঝে না। ও আমাকে কিছু কথা বলেছে, যা একমাত্র আমার বাড়ির লোকেরাই বলে”, রেজিস্ট্রির পর বলছিলেন ইমন। অন্যদিকে নীলাঞ্জনের কথায় ধরা পড়েছিল, বন্ধুত্বের কথা।