
শনিবার সকাল থেকে তোলপাড় গোটা নেটপাড়া। গানের মঞ্চ থেকে গায়িকা ইমন চক্রবর্তীর হুঙ্কার, “সাহস থাকলে হাত তুলে বলুন।” যে ভিডিয়ো গত কয়েক ঘণ্টায় ছড়িয়ে পড়েছে ফেসবুক, ইনস্টাগ্রামের পাতায়। এক বেসরকারি সংস্থার আয়োজিত কনসার্টে এক শ্রোতা বাংলা গান শুনবেন না বলে আবদার করে বসেন। যা শোনা মাত্রই মেজাজ হারান ইমন। এ প্রসঙ্গে TV9 বাংলার তরফে গায়িকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন, “শুক্রবার যেখানে অনুষ্ঠান ছিল আমার জেনেই সেখানে গিয়েছিলাম যে সেখানে বিভিন্ন ভাষাভাষির মানুষ থাকবেন। আর আমি এবং আমার দল মঞ্চে শুধু বাংলা গান পারফর্ম করি না। তাই ওনারা ডেকেছিলেন। সব ধরনের গান শোনাচ্ছিলাম। সবাই আনন্দও করছিলেন।
কিন্তু অনেকক্ষণ ধরে একটি ছেলে বলছিলেন শুনব না। হিন্দি গান গাইতে হবে। সেই ব্যক্তির অনুরোধের গানও গেয়েছি। কিন্তু সমানে আমায় বিরক্ত করছিলেন। তাই আর চুপ থাকতে পারলাম না। বাংলায় থাকছে, সেখানেই চাকরি করছে। সেই ভাষার জন্য একটা সম্মান তো দেবে। এই বাংলার জন্যই আমি তৈরি হয়েছি। তাই আমি প্রতিবাদ জানিয়েছি। আগামী দিনেও যদি কেউ এমন অসভ্যতা করেন আমি চুপ থাকব না।”
রেগে গিয়ে মঞ্চে কী বলেছিলেন ইমন? চিৎকার করে বলেন, “আপনি বাংলায় থেকে যদি এই কথা বলেন…, সাহস থাকলে হাত তুলে বলুন– আমি বাংলা গান শুনব না। অন্য কোনও জায়গা হলে চুলের মুটি ধরে ক্যাম্পাসের বাইরে বার করে দেওয়া হত। এই রাজ্যের নাম বাংলা। সুতরাং সব শুনুন। মারাঠি, গুজরাতি, পঞ্জাবি, ইংরেজি গান শুনুন। আপনি কে হে, বলছেন ‘বাংলা গান শুনব না’। ওর যদি সাহস থাকে ওকে মঞ্চে পাঠান। এই ভন্ডামিগুলো করবেন না। বাংলায় থাকছেন, বাংলায় চাকরি করছেন, টাকা রোজগার করছেন, আর বাংলা গান শুনবেন না বলছ?” ইমনের এই বার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ঝড়ের গতিতে তা ভাইরাল। অধিকাংশই প্রশংসায় ভরালেন গায়িকাকে। বাংলা ছবির পাশে দাঁড়ানোর বার্তা তো অনেকেই দিনে থাকেন, বাংলা গানের ক্ষেত্রেও তা প্রযোজ্য। তাই গান থামিয়ে ভুল ধরিয়ে দিতে দু’বার ভাবলেন না ইমন চক্রবর্তী।