একের পর এক হুমকি দিয়েই যাচ্ছেন সঙ্গীতশিল্পী অরিজিত্ সিং। কয়েক দিন আগে নিজের এক্স হ্যান্ডেলে রাস্তায় নামার হুমকি দিয়েছিলেন গায়ক। বোঝা গিয়েছিল আরজি কর কাণ্ডে তিনি ঠিক কতটা বিরক্ত। বাকি সকলের মতো তিনিও ন্যায় বিচার পাওয়ার অপেক্ষায়। এমনিতে তাঁকে সচরাচর কথা বলতে শোনা যায় না। তবে ৯ অগস্ট তিলোত্তমা কাণ্ড নাড়িয়ে দিয়েছে অরিজিতকে। লড়াইয়ে চুপ থাকা তো দূর একের পর এক মন্তব্য ছুড়ে দিচ্ছেন তিনি।
বোঝা যাচ্ছে পরোক্ষ ভাবে ঠিক কোন দিকে নিশানা গায়কের। এখনও পর্যন্ত পাওয়া যায়নি দোষীর নাম। এই উত্তপ্ত পরিস্থিতিতে গান নিয়ে চর্চা করতে পারছেন না গায়ক। যা আরও চঞ্চল করে তুলেছে তাঁকে। বিরক্ত গায়ক নিজের এক্স হ্য়ান্ডলে লেখেন,”আমার গান বন্ধ হয়ে গিয়েছে। আমার সৃজনশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।” শুক্রবার এক নাগারে এক্স হ্যান্ডেলে মন্তব্য করে গিয়েছেন অরিজিত্। গায়ক আরও লেখেন। তাঁর টুইট নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে ইন্ডাস্ট্রির অন্দরে। অরিজিত্ লেখেন,”আমরা সবাই জানি আমরা কী চাই। কিন্তু কারও সাহস নেই যে নিজেদের দাবি জোর গলায় বলার সবারই মনে পরিণতির ভয়। আসলে বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?”
এরই মাঝে ছড়িয়ে পড়েছে গায়কের একটি অডিয়ো ক্লিপ। যদিও সেই ভাইরাল অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। এই অডিয়োয় গায়ককে একই প্রসঙ্গে বলতে শোনা যায়। শোনা যায়,‘আমি এখন কিছু বলছি না, শুধু সেট আপ করছি। কিছু বলার আগে আমাকেও জানতে হবে আমি কী বলব, কারণ আমরা জানি শব্দ কতটা গুরুত্বপূর্ণ, এবং অ্যাকশনও। কারণ শব্দ যদি অর্থহীন হয় তাহলে সেটা উদ্দেশ্যপূরণ করতে পারে না। ততক্ষণ….’। এই অডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ ভক্তদের শোরগোল তুঙ্গে। তাঁর সোশ্যাল পেজ থেকে অডিও শেয়ার করে লেখা হয়, ‘কারা যেন বলছিল এটা একটা ফেক অ্যাকাউন্ট। তারা আজ কোথায়? ভাবতেও অবাক লাগে এরা আসল ঘটনা ছেড়ে, অরিজিৎ সিং – এর অ্যাকাউন্ট আসল না নকল সেটা নিয়ে এদের বেশি মাথাব্যথা ছিল।’