Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দুবাইয়ে রোম্যান্টিক হলিডে রাজ-শুভশ্রীর, বাড়িতে কী কাণ্ড করল ইউভান,ইয়ালিনি?

জন্মের পর থেকেই সে যেন নায়িকা। বয়স এখনও ২ বছরও পার হয়নি প্রতি দিন নিত্যনতুন হেয়ারস্টাইলে দেখা যায় তাকে। কখনও সে টলমল পায়ে বক্সিং গ্লাভস পরে মা-বাবার সঙ্গে পাঞ্চ করতে যায়। কখনও আবার দাদার সঙ্গে খেলায় মজে।

দুবাইয়ে রোম্যান্টিক হলিডে রাজ-শুভশ্রীর, বাড়িতে কী কাণ্ড করল ইউভান,ইয়ালিনি?
Follow Us:
| Updated on: Jan 17, 2025 | 5:31 PM

জন্মের পর থেকেই সে যেন নায়িকা। বয়স এখনও ২ বছরও পার হয়নি প্রতি দিন নিত্যনতুন হেয়ারস্টাইলে দেখা যায় তাকে। কখনও সে টলমল পায়ে বক্সিং গ্লাভস পরে মা-বাবার সঙ্গে পাঞ্চ করতে যায়। কখনও আবার দাদার সঙ্গে খেলায় মজে। শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তীর এক মাত্র কন্যা ইয়ালিনির ভিডিয়ো এখন নেটপাড়ায় ভাইরাল। ছেলে ইউভান আর মেয়ে ইয়ালিনির নানা ধরনের ভিডিয়ো পোস্ট করতেই থাকেন তারকা দম্পতি। তাঁদের চোখের মণি তো তারাই। তবে ছেলে-মেয়েকে বাড়িতে রেখে এই মুহূর্তে বিদেশে ছুটি কাটাচ্ছেন রাজ এবং শুভশ্রী। সেই ছবিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। ইয়টে খোলা আকাশের নিচে রোম্যান্টিক মুহূর্ত কাটাচ্ছেন তারকা দম্পতি। মা-বাবা যখন বিদেশে ঘুরে বেড়াচ্ছে সেই সময় বাড়িতে রাজ-শুভশ্রীর ছেলে, মেয়ে কী করছে?

ভাইরাল হয়েছে ইউভান এবং ইয়ালিনির একটি মিষ্টি ভিডিয়ো। এক দিকে মা-বাবা যখন ঘুরতে ব্যস্ত। তখন খুদেরাও বাড়িতে সবার সঙ্গে মজা করতে ব্যস্ত। দুই ভাই-বোনে মিলেও চুটিয়ে মজা করছে। রাজ-শুভশ্রী দুজনেই বার বার অনেক সাক্ষাত্‍কারেই জানিয়েছেন এখানে তাঁরা শাশুড়ি মা, ননদ তাঁদের মেয়েদের নিয়ে একসঙ্গে থাকেন। তাই নায়িকা এবং পরিচালক নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও ইউভান, ইয়ালিনিরা কখনও একা হয় না। যে ভিডিয়োটি এই মুহূর্তে নেটপাড়ায় ভাইরাল সেখানে দেখা যাচ্ছে, ঘাড় নাড়তে নাড়তে হাঁটছে একরত্তি। আর তার কাণ্ড দেখে হেসে পাগল দাদা ইউভান। সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে রাজ-শুভশ্রীর মেয়ে। উল্লেখ্য, ছেলে-মেয়ে এবং পরিবারকে নিয়েই গোটা জগত্‍ নায়িকা এবং পরিচালকের। চারজনকে একফ্রেমে দেখার জন্য তাই অপেক্ষায় থাকেন অনুরাগীরা।