‘ঐশ্বর্য কই?’, রানির দুর্গাপুজোয় জয়া-শ্বেতাকে দেখেই চিত্কার ভক্তের
দুর্গাপুজো বাঙালিদের সবচেয়ে বড় উত্সব। পৃথিবীর যে কোণাতেই বাঙালি থাকুন না কেন পুজোর এই চারটে দিন সবাই মায়ের আরাধনায় মাতেন। কলকাতার পরে মুম্বইয়েও সেই একই জাঁকজমক দেখা যয়। তেমনই নর্থ বম্বের দুর্গাপুজো নিয়ে আরব সাগর পারে হইহই কাণ্ড। কারণ সেই পুজোর উদ্যোক্তারা হলেন রানি মুখোপাধ্যায় এবং কাজল।
দুর্গাপুজো বাঙালিদের সবচেয়ে বড় উত্সব। পৃথিবীর যে কোণাতেই বাঙালি থাকুন না কেন পুজোর এই চারটে দিন সবাই মায়ের আরাধনায় মাতেন। কলকাতার পরে মুম্বইয়েও সেই একই জাঁকজমক দেখা যয়। তেমনই নর্থ বম্বের দুর্গাপুজো নিয়ে আরব সাগর পারে হইহই কাণ্ড। কারণ সেই পুজোর উদ্যোক্তারা হলেন রানি মুখোপাধ্যায় এবং কাজল। বলিপাড়ার তারকারা একে একে ভিড় জমাচ্ছেন মুখোপাধ্যায় বাড়ির প্যাণ্ডেলে।
সপ্তমীর দিন এসেছিলেন রণবীর কাপুর-সহ আরও অনেকে। মহাষ্টমীর দিন দেখা গেল আলিয়া ভাট, ভাগ্যশ্রী। সেই সঙ্গে এসেছিলেন জয়া বচ্চন এবং তাঁর মেয়ে শ্বেতা বচ্চন। বচ্চন কন্যার পরনে ছিল সাদা-লালের ঢাকাই। আর জয়া পরেছিলেন সাদা সিল্ক শাড়ি। রানির সঙ্গে চুটিয়ে গল্প করতে দেখা গেল মা-মেয়েকে। তবে ভিড়় থেকে একজন চেঁচিয়ে উঠেছিলেন ঐশ্বর্য কোথায়? যদিও ভিড়ের কোনও কথাই কেউ গা করেননি।
View this post on Instagram
গত কয়েক মাস ধরে বচ্চন পরিবারকে নিয়ে আলোচনার শেষ নেই। শোনা যাচ্ছে জুনিয়র বচ্চন অর্থাত্ অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হতে চলেছে ঐশ্বর্য রাই বচ্চনের। নেপথ্যে নাকি রয়েছেন শ্বেতা। শোনা যাচ্ছে, অমিতাভ বচ্চন তাঁর বাংলো শ্বেতার নামে লিখে দেওয়ার পর থেকেই শুরু যত সমস্যা। এখন আর মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে একই বাড়িতে থাকেন না তাঁরা। নিজের ফ্ল্যাটে আলাদা থাকেন। তবে এখনও পর্যন্ত বিচ্ছেদ প্রসঙ্গে কেউ কোনও মন্তব্য করেননি। মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানির বিয়েতেও আলাদা আলাদা এসেছিলেন ঐশ্বর্য এবং বচ্চন পরিবার। তার পরেই আরও জোড়াল হয় আলোচনা।