তুরস্কে কোনও ভারতীয় ছবির শুটিং হবে না, অন্যথায় কড়া শাস্তি…
জানা গিয়েছে, অনেক ভারতীয় পর্যটকও বর্তমানে তুরস্ক ভ্রমণের পরিকল্পনা বাতিল করছেন। হোটেল বুকিংও একের পর এক বাতিল হচ্ছে। বিনোদনের জগতেও তুরস্ককে পুরোপুরি এড়িয়ে চলার প্রবণতা বাড়ছে।

ভারত-পাকিস্তান সংঘর্ষ-টানাপোড়েনের আবহে তুরস্ক ও আজারবাইজান প্রকাশ্যে পাকিস্তানের প্রতি সমর্থন জানানোয় তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের চলচ্চিত্র জগত। সম্প্রতি ভারতের ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে এই দুই দেশ যে মন্তব্য করেছে, তা ঘিরে রীতিমতো ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (AICWA) একটি কড়া পদক্ষেপ নিয়েছে। সংগঠনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, তুরস্কে কোনও ভারতীয় সিনেমার শুটিং বা বিনোদনমূলক কাজ আর হবে না। শুধু তাই নয়, ভবিষ্যতে ভারতীয় চলচ্চিত্রে তুরস্কের প্রযোজক, কলাকুশলী বা শিল্পীরা যুক্ত থাকলে তাঁদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সংগঠনের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে–
“ভারতের শিল্পীরা আর তুরস্কে শুটিং করবেন না। ইতিমধ্যেই যেসব চুক্তি তুরস্কের প্রযোজনা সংস্থাগুলোর সঙ্গে হয়েছে, সেগুলি পুনরায় পর্যালোচনা করা হবে। প্রয়োজন হলে বাতিলও করা হবে। ভারতীয়দের নিরাপত্তা ও দেশের গৌরবের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এর পাশাপাশি জানা গিয়েছে, অনেক ভারতীয় পর্যটকও বর্তমানে তুরস্ক ভ্রমণের পরিকল্পনা বাতিল করছেন। হোটেল বুকিংও একের পর এক বাতিল হচ্ছে। বিনোদনের জগতেও তুরস্ককে পুরোপুরি এড়িয়ে চলার প্রবণতা বাড়ছে। সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতিতে ভারতের পাশে না দাঁড়িয়ে পাকিস্তানকে সমর্থন করায় তুরস্কের বিরুদ্ধে ভারতের এই জবাব যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা মনে করছেন বিশেষজ্ঞরা।
