‘খুব কষ্ট করে ছবিটা…’, অস্কারে ‘পুতুল’, কী বললেন পরিচালক ইন্দিরা
Putul: এবার সেরা ছবি বিভাগে মনোনয়ন পেল পুতুল। এদিন অস্কারের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় পুতুলের নাম দেখে আবেগঘন পরিচালক ইন্দিরা ধর।
পুতুল ছবি আবারও একবার খবরের শিরোনামে জায়গা করে নিল। কিছুদিন আগে ইতি মা গানটি অস্কারের মনোনয়নের তালিকায় জায়গা করে নিয়েছিল। ইমন চক্রবর্তীর গলায় এই গান অস্কারের নজর কেড়েছিল, যদিও শেষ মুহূর্তে তা প্রতিযোগিতা থেকে বেরিয়ে গেলেও আরও একবার বাংলার বুকে আশা জাগালো পুতুল। এবার সেরা ছবি বিভাগে মনোনয়ন পেল পুতুল। এদিন অস্কারের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় পুতুলের নাম দেখে আবেগঘন পরিচালক ইন্দিরা ধর।
ইন্দিরা ধরের এটাই প্রথম ছবি। আর তাতেই বাজিমাত। খবর পাওয়া মাত্রই পরিচালক বললেন, “অস্কার কমিটির কাছে আমি কৃতজ্ঞ। আমার কাজ, পরিচালনা, আমার লেখা পছন্দ করার জন্য আমি কৃতজ্ঞ। কারণ পুতুল সেরা ছবি বিভাগে মনোনয়ন পেয়েছে। ওয়েবসাইটে বেরিয়ে গিয়েছে। আমি খুব ভুল না হলে প্রথম কোনও বাংলা ছবি এই বিভাগে জায়গা করে নিয়েছে। আমার টিমের সকল সদস্যদের আমি ধন্যবাদ বলতে চাই। আমি খুব কষ্ট করে ছবিটা বানিয়েছি। এটা আমার ডেবিউ ছবি। খুব বড় প্রযোজকের সাহায্যে নয়। প্রথম কাজকেই আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারলাম, এটাই আমার কাছে বড় পাওনা। ছবি প্রচুর তৈরি হয়। তবে এটা আমার কাছে বড় পাওনা, বড় সম্মান।”
পুতুল, ইন্দিরা ধরের স্বপ্নের প্রজেক্ট। আর সেই প্রথম ছবিই আন্তর্জাতিক স্তরে জায়গা করে নিতেই বেজায় খুশি তিনি। গর্বিত নিজের টিমকে নিয়ে। মনোনয়নের তালিকা দীর্ঘ হলেও সেরা ছবি বিভাগে অতীতে কোনও বাংলা ছবি জায়গা করে নেয়নি। তাই বাংলার কাছে এ এক বড় প্রাপ্তি। এখন শেষ পর্যন্ত লড়ে যাওয়ার স্বপ্ন পরিচালকের চোখে।