
গানপাড়ায় সুখবর! অদিতি মুন্সী মা হচ্ছেন, এমন চর্চা টলিপাড়ায়। তিনি এখন প্রেগন্যান্ট বলেই খবর। তবে সেই বিষয়ে কোনও ঘোষণা হয়নি এখনও। এই বিষয়ে জানার জন্য গায়িকার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাঁর ফোন বেজে গেলেও উত্তর আসেনি।
অদিতি এই মুহূর্তে রাজারহাট গোপালপুর কেন্দ্রের বিধায়ক। ২০২৬-এ বিধানসভা নির্বাচন রয়েছে। সেখানে কোন-কোন তারকা প্রার্থীকে দেখা যাবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। ঠিক সেই সময়ে খবর এলো, মা হতে চলেছেন অদিতি। তা হলে তিনি কি আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হবেন? নাকি সেই আসনে অন্য কোনও মুখকে দেখা যাবে? উত্তর পেতে কিছুটা সময়ের অপেক্ষা।
২০১৮ সালে অদিতির সঙ্গে বিয়ে হয়েছিল দেবরাজের। দেবরাজ থাকেন জ্যাংড়া এলাকায়। ওদিকে অদিতি থাকতেন বাগুইহাটিতে। দু’টির দূরত্ব খুব একটা বেশি নয়। বিয়ের আগে দু’জনে দেখা হয়েছেন বহুবার। কিন্তু প্রেম? জানা যায়, প্রেম ছিল না দু’জনের। দুই পেশাতে দু’জনেই ছিলেন প্রতিষ্ঠিত। বাড়ি থেকে দেখাশোনা করেই বিয়ে হয় দু’জনের। আর বিয়ের পরেই জমজমাট রোম্যান্স। অদিতিকে রাজনৈতিক জগতের সঙ্গে যোগ করাও দেবরাজের দীর্ঘমেয়াদি ভাবনা বলেই মনে করেন অনেকেই।
এমনিতে গান আর রাজনীতির কাজে ভারসাম্য রাখতে অদিতির কোনও সমস্যা হয়নি। বিধায়ক হওয়ার পর নিয়মিত গানের অনুষ্ঠানে পাওয়া গিয়েছে অদিতিকে। এখন সামনের এক বছর কীভাবে কাজ সাজাবেন অদিতি, সেই দিকে নজর থাকবে টলিপাড়ার। অদিতি ছাড়াও এক নামী গায়িকার কাছে এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাব গিয়েছে বলে খবর। শেষ অবধি তিনি প্রার্থী হবেন কিনা, তা দেখার অপেক্ষা।