
৬ জুন সকাল থেকে টলিপাড়ার ডিসট্রিবিউশন মহলে জোর চর্চা যে দুর্গাপুজোয় অনীক দত্ত পরিচালিত ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’ আসতে পারে। পরিচালক হিসাবে অনীক দত্ত-র ছবি নিয়ে আগ্রহ থাকে ডিসট্রিবিউশন মহলে। প্রাথমিকভাবে নাকি কথা হয়ে গিয়েছে, এই ছবি আসতে পারে দুর্গাপুজোয়। লক্ষণীয় ‘অপরাজিত’-র পর অনীক দত্ত পরিচালিত আর কোনও ছবি মুক্তি পায়নি। অনীকের পরিচালনায় এই ছবির প্রধান মুখ আবীর চট্টোপাধ্যায়।
গত বছর এই ছবি দুর্গাপুজোয় আসতে পারে কিনা, সেদিকে তাকিয়ে ছিলেন দর্শকরা। তখন আবীর চট্টোপাধ্যায়ের ডাবিং সম্পূর্ণ হয়নি ছবিটার জন্য। এখন সেই কাজ শেষ হয়েছে। তবে এই গল্পে একটা টুইস্ট আছে। পরপর তিন বছর দুর্গাপুজোতে ‘উইন্ডোজ’ প্রযোজনা সংস্থার ছবিতে দেখা যাচ্ছে আবীরকে। ‘রক্তবীজ’, ‘বহুরূপী’-র পর এবার ‘রক্তবীজ টু’-তে দেখা যাবে তাঁকে। তাঁর সঙ্গে প্রযোজনা সংস্থার যেমন চুক্তি, তাতে আবীর অভিনীত আর কোনও ছবি দুর্গাপুজোতে মুক্তি পেতে পারে কিনা, সেই দিকটা খতিয়ে দেখা প্রয়োজন। তবে ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবির প্রযোজকের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে, দুর্গাপুজোতেই ছবিটা নিয়ে আসার জন্য। যদিও বিষয়টা চূড়ান্ত নয়। এ ব্যাপারে কী ঘোষণা করা হয়, তা জানার জন্য অপেক্ষা করতে হবে।
দুর্গাপুজোতে এবার লড়াই এমনিতেই খুব বড়। দেব অভিনীত ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘রঘুডাকাত’ আসছে। তার সঙ্গে আছে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ টু’। আবার প্রসেনজিত্ চট্টোপাধ্যায় আর শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত ‘দেবী চৌধুরাণী’ আসছে পুজোতে। এই তিনটে ছবির সঙ্গে অনীক দত্ত-র ছবি যোগ হলে, সিনেমা হলে শো ভাগাভাগি নিয়ে যে চূড়ান্ত পর্যায়ে লড়াই হতে পারে, তা স্পষ্ট। এখন শেষ অবধি দুর্গাপুজোতে ক’টা ছবি মুক্তি পাবে, তা দেখার অপেক্ষা।