
মাস কয়েক আগেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। যদিও বেশ কিছু সময় কেটে গেলেও তাঁর বেবিবাম্প দেখতে না পাওয়ায় তিনি আদপে মা হচ্ছেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন প্রায় সকলেই। তবে এ দিন স্পষ্ট হয়ে গেল সবটাই। স্বামী রণবীর সিংকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন মস্তানি। আর সেখানেই সুস্পষ্ট সবটা। সকলেরই চোখে পড়েছে তাঁর বেবিবাম্পটি। আর এর পরেই ভক্তদের একাংশের বিশ্বাস হয়েছে, মিথ্যে বলছিলেন না দীপিকা। তিনি সত্যিই মা হতে চলেছেন।
তবে ডিজিটাল যুগে সমালোচনা হবে না তা কী করে হয়? তাই এ দিনও দীপিকা পড়েছেন কটাক্ষের মুখে। ভোটকেন্দ্রে যাওয়ার সময় পা টেনে টেন হাঁটতে দেখা যায় তাঁকে। তাতে অনেকে লেখেন, “নাটক করছেন? আপনি আদপে মা হচ্ছেন না। অন্তত নিজে জন্ম দিচ্ছেন না। কে জানে? হয়ত স্ক্রিনের মতো এখানেও ফেক করছেন সবটা!”
২০১৮ সালে বিয়ে করেন রণবীর-দীপিকা। এর তিন বছর আগে যদিও গোপনে বাগদান সেরে নিয়েছিলেন তাঁরা। বিয়ের ছয় বছর পর পরিবার বাড়ছে তাঁদের। যদিও শুটিংয়ে নেই বিরতি। এই অবস্থাতেই কাজ চালিয়ে যাচ্ছেন ক্রমাগত। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে আসবে নতুন অতিথি।