এবার কি রাজনীতিতে আসছেন দেবলীনা কুমার, নিজেই জানালেন অভিনেত্রী
ট্রেন্ড অনুযায়ী এবারেও নিশ্চিত টলিপাড়া থেকে বেশকিছু নতুন মুখ রাজনীতির অলিন্দে দেখা যাবে বলে মনে করছে ওয়াকিবহল মহল। সেখান থেকেই দেবলীনার কাছে প্রশ্ন রাখা হয়, তাঁকে কবে রাজনীতিতে দেখা যাবে।

অভিনেত্রী দেবলীনা কুমারের আগামী ছবি ‘রাস’ মুক্তির মুখে। এই ছবির পরিচালক তথাগতমুখোপাধ্যায়। সেই অর্থে এই ছবিতেই এই প্রথম দেবলীনা কুমারকে দেখা যাবে নায়িকার চরিত্রে। এর আগে বেশকিছু ছবিতে দেবলীনাকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেত দেখা গিয়েছে। গোত্র ছবিতে তাঁর রঙ্গবতী গানের তালে নাচ ভাইরাল। তবে এবার বিক্রম চট্টোপাধ্যায় ও রণজয় বিষ্ণুর সঙ্গে ত্রিকোন প্রেমে দেবলীনাকে দেখা যাবে।
Tv9 বাংলার সঙ্গে রাস নিয়ে আলোচনার সময় নানা বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী দেবলীনা। সামনেই বিধানসভা নির্বাচন। ট্রেন্ড অনুযায়ী এবারেও নিশ্চিত টলিপাড়া থেকে বেশকিছু নতুন মুখ রাজনীতির অলিন্দে দেখা যাবে বলে মনে করছে ওয়াকিবহল মহল। সেখান থেকেই দেবলীনার কাছে প্রশ্ন রাখা হয়, তাঁকে কবে রাজনীতিতে দেখা যাবে? কারণ তাঁর দেবলীনার বাবা দেবাশিস কুমার বহুদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। এই প্রসঙ্গেই দেবলীনা বলেন, ” আমার কাছে এখনও কোন প্রস্তাব আসেনি। তবে যদি আমার কাছে প্রস্তাব আসে আমি বাবাকে জিজ্ঞেস করব , বাবা যদি বলে আমি রাজনীতিতে আসব। আমি খুব বাধ্য মেয়ে। যদিও বাবা আমায় বলেছিলেন এখন সঠিক সময় নয়।”
তিনি আরও যোগ করেন, ” আসলে রাজনীতিটা খুব সিরিয়াস বিষয়। আমি ছোট থেকে বাবাকে দেখেছি। দেখ ডাক্তারের ছেলে মেয়ে হলে ডাক্তার হওয়ার ইচ্ছে থাকত, তেমনই আমার বাবা রাজনীতি করেন, তাই রাজনীতিকে খুব কাছ থেকে দেখেছি, আমি রাজনীতি নিয়ে আগ্রহী। এটাকেও আমি একটি প্রফেশন হিসেবেই দেখি। তাই আমার কাছে যদি ভোটে লড়ার আমন্ত্রণ থাকে, অবশ্যই আমি রাজনীতি করব। এটা দেখেই আমি বড় হয়েছি। আমি জানি রাজনীতি করলে সেই সময়টাও দিতে হবে, কারণ রাস্তায় নেমে দিনের পরদিন বাবাকে সমাজের জন্য কাজ করতে দেখেছি। তাই যখন সেই সময়টা দিতে পারব অবশ্যই রাজনীতি করব।”
