শ্মশানে পৌঁছলেন অমিতাভ-আমির, তবে কি গোপনেই দাহ করা হচ্ছে ধর্মেন্দ্রকে?

কেন তাঁরা সকলে শ্মশানঘাটে পৌঁছিয়েছেন? সকলের পোশাকের রঙ হয় কালো, নয় সাদা, তাই বা কেন? অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খান সকলেই পৌঁছে গিয়েছেন সেখানে, কেন? অ্যাম্বুলেন্সে কে রয়েছেন? পুলিশকে প্রশ্ন করা হলে, তাঁরা জানাচ্ছেন, যা জানানোর পরিবার জানাবে।

শ্মশানে পৌঁছলেন অমিতাভ-আমির, তবে কি গোপনেই দাহ করা হচ্ছে ধর্মেন্দ্রকে?

| Edited By: জয়িতা চন্দ্র

Nov 24, 2025 | 1:57 PM

সোমবার সকাল থেকেই ধর্মেন্দ্রকে ঘিরে চাঞ্চল্য সর্বত্র। কারণ একটাই, এদিন আচমকাই সকাল থেকে পরিবারের ব্যস্ততা তুঙ্গে। ধর্মেন্দ্র বাড়িতে একের পর এক বলিউড অভিনেতার আনাগোনা শুরু। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নিরাপত্তা। তবে সেই ছবি শুধু বাড়িতেই নয়, শ্মশানেও একই। আর তাতেই বাড়ে উৎকণ্ঠা। গোটা পরিবার ভিলে পার্লে শ্মশান ঘাটে পৌঁছে গিয়েছে। সঙ্গে রয়েছে একটি অ্যাম্বুল্যান্স, সেখানেই কি রয়েছেন ধর্মেন্দ্র? দেওল পরিবারের সদস্যদের আচার-আচরণ মানুষের মনে একাধিক প্রশ্ন তৈরি করেছে।

কেন তাঁরা সকলে শ্মশানঘাটে পৌঁছিয়েছেন? সকলের পোশাকের রঙ হয় কালো, নয় সাদা, তাই বা কেন? অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খান সকলেই পৌঁছে গিয়েছেন সেখানে, কেন? অ্যাম্বুলেন্সে কে রয়েছেন? পুলিশকে প্রশ্ন করা হলে, তাঁরা জানাচ্ছেন, যা জানানোর পরিবার জানাবে।

তবে পরিবার কেন এই বিষয় মুখ বন্ধ রেখেছে, তা নিয়ে প্রশ্ন বর্তমান। ফলে গোটা দেশের মন ভার। ভিতর থেকে সূত্র মারফৎ একাধিক খবর সামনে আসছে। যদিও পরিবার কেন সবটা গোপন রাখার চেষ্টা করছে, তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন।