Hrithik Roshan: লিভ-ইন আর নয়, দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে হৃতিক রোশন?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Mar 03, 2023 | 5:41 PM

Hrithik Roshan: কেরিয়ারের তুলনা করে সাবার চেয়ে হৃতিক বেশি প্রতিষ্ঠিত। যদিও গুণের দিক দিয়ে সাবাও কিছু কম যান না। গত বছর করণ জোহরের জন্মদিনেই সাবাকে নিয়ে হাজির হন হৃতিক।

Hrithik Roshan: লিভ-ইন আর নয়, দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে হৃতিক রোশন?
দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে হৃতিক রোশন?

Follow Us

হৃতিক রোশন ও সাবা আজাদের প্রেমের খবর আর নতুন নয়। নিজেরাও সেই সম্পর্কে কবেই দিয়েছেন শিলমোহর। নিজেরা নতুন ফ্ল্যাট কিনেছেন। জুহুর সেই ঝাঁ চকচকে ফ্ল্যাটে একসঙ্গে থাকেনও দু’জনে। তবে সূত্র বলছে, লিভ ইন আর নয়, বরং নিজেদের সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছেন হৃতিক ও সাবা। শোনা যাচ্ছে, আবারও নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হৃতিক রোশন। আর বেশি দেরিও নেই। বিভিন্ন সূত্র দাবি করছেন, এই শীতেই অর্থাৎ নভেম্বরেই নাকি এক হবে চার হাত। যদিও হৃতিক বা সাবা এই নিয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপই এঁটেছেন। হৃতিক যে আবারও বিয়ে করবেন এ খবর শোনা গিয়েছিল আগেই। সাবার সঙ্গে তাঁর পরিবারের সম্পর্ক বেশ ভাল। হৃতিকের দুই সন্তানের সঙ্গে সাবার সম্পর্ক বেশ ভাল। যদিও দুজনের মধ্যে বয়সের পার্থক্য অনেকটাই।

কেরিয়ারের তুলনা করে সাবার চেয়ে হৃতিক বেশি প্রতিষ্ঠিত। যদিও গুণের দিক দিয়ে সাবাও কিছু কম যান না। গত বছর করণ জোহরের জন্মদিনেই সাবাকে নিয়ে হাজির হন হৃতিক। ইন্ডাস্ট্রির বাইরে থেকে আসা সাবা আজাদের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন তিনি। তবে প্রেম নিয়ে খোলাখুলি কথা বলতে স্বচ্ছন্দ বোধ করেন না বলেই দাবি সাবার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি কিছুতেই বুঝতে পারি না আমাদের নিয়ে এত আলোচনা হয় কেন। আমি এবং হৃত্বিক, আমরা দু’জনেই শোবিজ়ের মানুষ। অন্য কোনও সেক্টরের মানুষ হলে আমাদের নিয়ে কেউই মাথা ঘামাতেন না। কিন্তু বিষয়টা আমাদের ক্ষেত্রে সেরকম নয়। আমরা যেহেতু বিনোদন জগতের মানুষ, তাই আমাদের ব্যক্তিজীবন সম্পর্কে সকলের আগ্রহ মাত্রাতিরিক্ত। এবং তা নিয়ে আলোচনাও হয়।”

হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গেও কিন্তু সাবার সম্পর্ক বেশ ভাল। সুজানেরও এই মুহূর্তে প্রেমিক রয়েছে। কিছু দিন আগে সাবা-হৃতিক, সুজান ও তাঁর বয়ফ্রেন্ড আরসালানকে দেখা গিয়েছিল একসঙ্গে সময় কাটাতে। তা নিয়ে অবশ্য ট্রোলও কিছু কম হয়নি।তবে শত্রুর মুখে ছাই দিয়ে ছাদনাতলায় রোশন-পুত্র, এই গসিপেই এখন মশগুল সিনেপাড়া।

Next Article