
মানসী সিনহাকে টলিপাড়া বহু বছর চিনত ভালো অভিনেত্রী হিসাবে। তখন তিনি সিনেমা আর ধারাবাহিক দু’টোতেই সমানতালে অভিনয় করতেন। তবে এখন আর ধারাবাহিকে অভিনয় করেন না মানসী। সিনেমায় অভিনয়ের পাশাপাশি এখন তিনি পাকা পরিচালক। মানসীর পরিচালনায় প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’ হিট। তারপর দুর্গাপুজোতে দর্শক মজেছিলেন ‘৫ নং স্বপ্নময় লেন’ ছবিতে। এবার নতুন ছবিতে হাত দিচ্ছেন মানসী, তেমনই শোনা গেল। জুন মাসে নাকি নতুন ছবির শুটিং করবেন মানসী।সম্প্রতি টেকনিশিয়ানদের ফেডারেশনের সঙ্গে বিরোধ মিটিয়ে নিয়েছেন পরিচালক। নিয়মিত কাজ করে যাওয়াই তাঁর লক্ষ্য, সে কথা স্পষ্ট করেছেন। মানসীর থেকে নতুন ছবির ব্যাপারে জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও, কথা বলা যায়নি।
টলিপাড়ায় চর্চা ছবিতে প্রধান তিন চরিত্রে থাকছেন সোহিনী সরকার, চন্দন সেন আর অর্পিতা ঘোষ। এর বাইরে মানসীর আগের ছবির মতোই বেশ কিছু নতুন মুখকে কাজ করতে দেখা যাবে বিভিন্ন চরিত্রে। তাঁরা থিয়েটার করেন। এবার ছবিতে অপেক্ষাকৃত বড় চরিত্রে কাজ করবেন।
লক্ষণীয়, অর্পিতা ঘোষ অতীতে বামপন্থী ছিলেন। তারপর রাজনৈতিক অবস্থান বদলেছেন। শাসকদলের ঘনিষ্ঠ তিনি। এদিকে চন্দন সেন একেবারেই বামপন্থী। তবে অভিনেতা-অভিনেত্রীর সমীকরণের নিরিখে বিচার করলে, তাঁরা নাকি ভালো বন্ধু। তাই শুটিং ফ্লোরে চন্দন-অর্পিতাকে একসঙ্গে পাওয়ার বিষয়টা নজরকাড়া।
অর্পিতা ঘোষকে ইদানীং খুব কম বাংলা ছবিতে কাজ করতে দেখা যায়। তাই মানসীর পরিচালনায় তিনি কাজ করলে, সেই ছবি দেখার জন্য অপেক্ষা থাকবে দর্শকের মধ্যে।