Controversy: ‘কালা চশমা’-র নকলে শাকিব-নুসরতের গান, সমালোচনার মুখে বাংলাদেশ!

Nusrat Jahan: লক্ষণীয়, 'তুফান' ছবিতে মিমি চক্রবর্তীর সঙ্গে আইটেম ডান্সে দেখা গিয়েছিল শাকিব খানকে। রায়হান রাফি পরিচালিত সেই ছবির গান 'লাগে উরা ধুরা' আর 'দুষ্টু কোকিল' ব্লকবাস্টার। শাকিব খানের সঙ্গে নুসরতের নতুন গানটিও  মাত্র ১৭ ঘণ্টাতেই ১.১ মিলিয়নে পৌঁছে গিয়েছে।

Controversy: কালা চশমা-র নকলে শাকিব-নুসরতের গান, সমালোচনার মুখে বাংলাদেশ!

| Edited By: জয়িতা চন্দ্র

Mar 29, 2025 | 2:26 PM

জন্মদিনে শাকিব খানের একটা নতুন গান মুক্তি পেল। ‘চাঁদমামা’ গানে সুপারস্টারের সঙ্গে নাচতে দেখা গিয়েছে অভিনেত্রী নুসরত জাহানকে। এই গানে শাকিব-নুসরতের ঘনিষ্ঠতা অনেক অনুরাগীর পছন্দ হয়েছে। তবে নুসরতের একটা পোশাক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কিছু ভারতীয় অনুরাগী। সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, ‘ক্যাটরিনা কাইফের ‘কালা চশমা’ গানের নকলে কেন নুসরত জাহানকে পোশাক পরিয়েছেন বাংলাদেশের পরিচালক?’ আর একজন লিখেছেন, ‘শাকিব খানের তুফান ছবিতে শাহরুখ খানের ছবির একটা গানের নকলে গান ছিল। সেই গানটি দেখলে ‘ডাঙ্কি’ ছবির ‘লুটপুট গ্যায়া’ গানের সঙ্গে মিল পাওয়া যায়! এবার ‘কালা চশমা’-র নকলে গান তৈরি করা কি জরুরি ছিল?’

লক্ষণীয়, ‘তুফান’ ছবিতে মিমি চক্রবর্তীর সঙ্গে আইটেম ডান্সে দেখা গিয়েছিল শাকিব খানকে। রায়হান রাফি পরিচালিত সেই ছবির গান ‘লাগে উরা ধুরা’ আর ‘দুষ্টু কোকিল’ ব্লকবাস্টার। শাকিব খানের সঙ্গে নুসরতের নতুন গানটিও  মাত্র ১৭ ঘণ্টাতেই ১.১ মিলিয়নে পৌঁছে গিয়েছে। প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেল থেকে গানটি পোস্ট করা হয়েছে। এই গান ১০০ মিলিয়ন বা ২০০ মিলিয়নের অঙ্ক ছুঁতে পারে কিনা, সেটাই দেখার অপেক্ষা। ‘বরবাদ’ ছবিতে থাকছে এই আইটেম সং। ‘বরবাদ’ ছবির নায়িকা ইধিকা পাল। ইতিমধ্যেই ইধিকার সঙ্গে শাকিবের একটা গান মুক্তি পেয়েছে। সেটা সুপারহিট হয়েছে বাংলাদেশে। আবার এই ঈদে দর্শনা বণিকের সঙ্গে জুটি বেঁধে শাকিব আনছেন ‘অন্তরাত্মা’ ছবিটা। টলিপাড়ার বিভিন্ন নায়িকার সঙ্গে বাংলাদেশের সুপারস্টারের রসায়ন যে জমে উঠেছে, তা নিয়ে সংশয় নেই।