এই মুহূর্তে পর্দায় তাঁকে দেখা যায় না খুব একটা, যদিও ব্যক্তিগত জীবনে চর্চার জেরে তিনি থাকেন আলোচনায়। রণিতা দাশ, ছোট পর্দায় বাহা হয়ে একসময় যিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সেই বাহাই কি এবার বিয়ের পিঁড়িতে? অভিনেতা সৌপ্তিক চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন আগেই ব্রেকআপ হয়েছে তাঁর। সব ভুলে আবার তিনি বিয়ে করছেন? মায়ের বেনারসী পরে খোলা চুল আর হালকা মেকআপে ছবি পোস্ট করতেই উঠেছে গুঞ্জন। রণিতাও যে নিজেই লিখেছেন, “শাদিওয়ালি ফিলিং’। জানিয়ে রাখা যাক, বিয়ের কোনও সুখবর আপাতত তিন দেননি। যে শাড়ি পরে ছবি দিয়েছেন তা আদপে তাঁর মায়ের বিয়ের। তা পরেই নস্টালজিক অভিনেত্রী।
ধারাবাহিক দিয়ে কেরিয়ার শুরু করলেও বর্তমানে বড় পর্দাতেও কাজ করছেন রণিতা। রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’ ও ‘কাঞ্চনজঙ্ঘা’তে দেখা গিয়েছে তাঁকে। যদিও ওই দুটি ছবিই বক্স অফিসে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। এছাড়াও কাজ করেছেন বেশ কিছু ওয়েব সিরিজে।
এর আগে ব্রেকআপ নিয়ে মুখ খুলেছিলেন রণিতা। টিভিনাইন বাংলাকে বলেছিলেন, “আমি আমার সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। কাজ নিয়ে প্রশ্ন করলে আমি যতটা ভোকাল, সম্পর্ক আমার কাছে অত্যন্ত ব্যক্তিগত।” অন্যদিকে সৌপ্তিকও হেসে এড়িয়ে গিয়েছিলেন এই গুঞ্জন। যদিও গুঞ্জন থামেনি। তা আজও চলছে।