প্রথম সন্তানের সবে ৪ মাস, দ্বিতীয় বার মা হচ্ছেন ঋদ্ধিমা?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 30, 2024 | 9:28 PM

Ridhima Ghosh: গত বছর পয়লা বৈশাখের সময়ই সন্তান আসার খবর জানান ঋদ্ধিমা। বেবিবাম্পের ছবি শেয়ার করে তিনি লেখেন, “একটা দারুণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে চলেছি। পয়লা বৈশাখের শুভ দিনেই ঘোষণা করছি, আমরা সন্তানের অপেক্ষায় রয়েছি। আপনাদের শুভেচ্ছা দরকার।”

প্রথম সন্তানের সবে ৪ মাস, দ্বিতীয় বার মা হচ্ছেন ঋদ্ধিমা?
দ্বিতীয় বার মা হচ্ছেন ঋদ্ধিমা?

Follow Us

 

গত বছর সেপ্টেম্বরে প্রথম বার মা হয়েছিলেন টলিপাড়ার ‘সত্যবতী’ ঋদ্ধিমা ঘোষ। আবারও কি তিনি মা হচ্ছেন? হঠাৎ করেই এই প্রশ্নই তাঁর ভক্তদের মনে? নেপথ্যে একটি ছবি। সে ছবিতে ঋদ্ধিমার বেবিবাম্প স্পষ্ট। সেই ছবি শেয়ার করেছেন ঋদ্ধিমা নিজেই। বেগুনি রঙের গাউন পরে আছেন তিনি। তাঁর ওই ছবি দেখার পরেই নেটিজেনদের একটা বড় অংশ শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। ‘দ্বিতীয়’ সন্তানের আগমনে হয়েছেন খুশি।

তবে সত্যিটা হল আবার মোটেও মা হচ্ছেন না ঋদ্ধিমা। ক্যাপশনে সেই কথা স্পষ্টই লিখে দিয়েছেন তিনি। কিন্তু ওই যে সামাজিক মাধ্যমে সত্যির চেয়ে মিথ্যের সংখ্যা বেশি। তাই অনেকেই ‘মিস’ করে গিয়েছেন ক্যাপশন। না পড়েই অভিনেত্রীকে জানিয়েছেন শুভেচ্ছা। ঋদ্ধিমা লিখেছেন, “ফিরে দেখা সেই সব দিন যখন আমরা আমাদের ছোট্ট সোনার সঙ্গে দেখার জন্য মুখিয়ে ছিলাম।” হ্যাঁ, পুরনো ছবিই পোস্ট করেছেন ঋদ্ধিমা। তাঁর মা হওয়ার জার্নি আরও একবার শেয়ার করে নিয়েছেন সকলের সঙ্গে।

গত বছর পয়লা বৈশাখের সময়ই সন্তান আসার খবর জানান ঋদ্ধিমা। বেবিবাম্পের ছবি শেয়ার করে তিনি লেখেন, “একটা দারুণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে চলেছি। পয়লা বৈশাখের শুভ দিনেই ঘোষণা করছি, আমরা সন্তানের অপেক্ষায় রয়েছি। আপনাদের শুভেচ্ছা দরকার।” এর পর সেপ্টেম্বর মাসে আসে গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষের পুত্রসন্তান ধীর। আপাতত ধীরকে নিয়েই ব্যস্ত রয়েছেন ঋদ্ধিমা। কাজ থেকেও নিয়েছেন খানিক বিরতি। গৌরব যদিও কাজে ফিরেছেন। কিছু দিন আগেই রাজস্থানে শুটিং থাকার কারণে স্ত্রীর জন্মদিন মিস করেছিলেন তিনি। তা নিয়ে দুঃখপ্রকাশও করেছিলেন সামাজিক মাধ্যমে।

Next Article