‘আ মোমেন্ট টু রিমেম্বার’-এর নকল ‘সাইয়ারা’? মুখ খুললেন লেখক

মোহিত সুরির 'সাইয়ারা' বক্স অফিসে সাফল্যের তুঙ্গে।  বিশ্বব্যাপী ৫০০ কোটির আয় ছুঁয়েছে। তবে সাফল্যের উপর এক ধরনের বিতর্কের ছায়া পড়ে গিয়েছে। কিছু দর্শক সিনেমাটির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, এটি কোরিয়ান ক্লাসিক 'আ মোমেন্ট টু রিমেম্বার' থেকে নকল করা হয়েছে।  সিনেমাটির লেখক সঙ্কল্প সাধনা এই অভিযোগের সোজাসুজি জবাব দিলেন।

আ মোমেন্ট টু রিমেম্বার-এর নকল সাইয়ারা? মুখ খুললেন লেখক

| Edited By: Bhaswati Ghosh

Aug 08, 2025 | 8:25 AM

মোহিত সুরির ‘সাইয়ারা’ বক্স অফিসে সাফল্যের তুঙ্গে।  বিশ্বব্যাপী ৫০০ কোটির আয় ছুঁয়েছে। তবে সাফল্যের উপর এক ধরনের বিতর্কের ছায়া পড়ে গিয়েছে। কিছু দর্শক সিনেমাটির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, এটি কোরিয়ান ক্লাসিক ‘আ মোমেন্ট টু রিমেম্বার’ থেকে নকল করা হয়েছে।  সিনেমাটির লেখক সঙ্কল্প সাধনা এই অভিযোগের সোজাসুজি জবাব দিলেন।

সঙ্কল্প বলেন, “সত্যি বলতে, এ বিষয়ে অনেক কিছুই বলা হয়েছে। আমি যা বলতে পারি তা হল—কোরিয়ান সিনেমাটি তো আছেই, আর ‘সাইয়ারা’ আছে। দু’টো দেখুন এবং নিজেই বিচার করুন। আপনি বুঝতে পারবেন এটি অনুপ্রাণিত, কপি, নাকি একটি মূল গল্প।” লেখক যোগ করেছেন, “আমরা অন্য একটি সিনেমা নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে ‘আশিকি ৩’ নিয়ে। তখনই সুরির বান্দ্রার অফিসে একটি ছোট কথোপকথন থেকে গল্পের ভাবনা আসে। তখন বৃষ্টি পড়ছিল। আমরা একটি মিটিং শেষ করে বের হচ্ছিলাম। হঠাৎ মোহিত আমাকে থামিয়ে বললেন, কিছু শোনাতে চান। এরপর তিনি একটি ভাবনা শেয়ার করেন এবং আমাকে বলেন, এটি কি সিনেমা বানানোর মতো কিছু হতে পারে?”

তারপর এই গল্প নিয়ে কাজ এগিয়েছে, সেটা জানিয়ে দেন লেখক। মোটের উপর এই ছবি দেখে দর্শক যে সিনেমা হলে গিয়ে কাঁদছেন, সেটাকেও প্রচারের অংশ হিসাবে উল্লেখ করছেন অনেকে। আবার গল্পটি মৌলিক নয়, সে দাবি থেকে অনেকে সরতে নারাজ। কিন্তু সলমন খান, আমির খানের ছবিকে টপকে ‘সাইয়ারা’ এখন এই বছরে হিন্দি ছবির বাণিজ্যে এক নম্বর হওয়ার দৌড়ে এগোচ্ছে।