Soumitrisha Kundu: ‘দুশ্চিন্তায় থাকলে শুধু তোমারই ছবি দেখি’, প্রেম করছেন সৌমিতৃষা?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 30, 2023 | 6:04 PM

Soumitrisha Kundu: সৌমিতৃষা কুন্ডু-- টলিপাড়ায় নতুন সেনসেশন। ছোট পর্দা থেকে কেরিয়ার শুরু করে তিনি এখন দেবের হিরোইন। এ হেন সৌমিতৃষার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা কম নয়। কে তাঁর প্রেমিক? এই প্রশ্নই বহুদিনের। নিজেকে সিঙ্গল হিসেবে দাবি করে আসা সৌমিতৃষাই কি এবার প্রেম। শ্রাবণ বিদায় নিলেও এই মুহূর্তে ভিজছে গোটা বঙ্গ। সে কারণেই কি বিশেষ কাউকে মনে পড়ছে নায়িকার?

Soumitrisha Kundu: দুশ্চিন্তায় থাকলে শুধু তোমারই ছবি দেখি, প্রেম করছেন সৌমিতৃষা?
প্রেম করছেন সৌমিতৃষা?

Follow Us

 

সৌমিতৃষা কুন্ডু– টলিপাড়ায় নতুন সেনসেশন। ছোট পর্দা থেকে কেরিয়ার শুরু করে তিনি এখন দেবের হিরোইন। এ হেন সৌমিতৃষার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা কম নয়। কে তাঁর প্রেমিক? এই প্রশ্নই বহুদিনের। নিজেকে সিঙ্গল হিসেবে দাবি করে আসা সৌমিতৃষাই কি এবার প্রেম। শ্রাবণ বিদায় নিলেও এই মুহূর্তে ভিজছে গোটা বঙ্গ। সে কারণেই কি বিশেষ কাউকে মনে পড়ছে নায়িকার? ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক প্রেম মাখা পোস্ট। বিশেষ মানুষের উদ্দেশেই কি উড়ে আসছে ভালবাসার চিঠি? মেয়েরা তাঁর প্রিয় পুরুষের পাশে বসে কী করেন, কেমন ব্যবহার করেন, তাই শেয়ার করেছেন তিনি। শুধু কি তাই শেয়ার করেছেন ভালবাসায় ভরা কিছু লেখাও।

 

লেখা বলছে, “এই ইউটিউব, নেটফ্লিক্স ও ইনস্টাগ্রামের যুগে আমি শুধু তোমার ছবিই দেখতে চাই। যখনই মন খারাপ লাগে, গ্রাস করে দুশ্চিন্তা, তোমার ছবিগুলিই আমার উপজীব্য হয়ে ওঠে।” দাঁড়ান, এখানেই শেষ নয়। রাধা-কৃষ্ণের প্রেমের ভিডিয়োও শেয়ার করেছেন তিনি। একের পর এক এই সব পোস্টে তাঁর ভক্তরা এক প্রকার ধরেই নিয়েছেন প্রেম করছেন সৌমিতৃষা। সে যাই হোক, অভিনেত্রী কিন্তু মুখে কুলুপ এঁটেছেন। তাঁর ফোকাস এখন কাজ।

দেবের সঙ্গে প্রথম ছবি ‘প্রধান’-এর উত্তরবঙ্গ শুটিং সেরে তিনি ফিরেছে কলকাতায়। এখনও আউটডোর শুট বাকি আছে তাঁর। এ ছাড়াও রাজ চক্রবর্তীর সঙ্গেও দেখা যাবে তাঁকে। সব মিলিয়ে এই মুহূর্তে তুঙ্গে তাঁর বৃহস্পতি।