দ্বিতীয়বার মা হতে চলেছেন ভারতী! নিজেই জানালেন সবটা

দ্বিতীয়বার মা হওয়ার খবর শোনা যাচ্ছে সিনেপাড়ায়। নেটপাড়ায় জল্পনা তুঙ্গে, আবারও নাকি অন্তঃসত্ত্বা ভারতী সিং। সত্যি কি তাই? নিজেই দিয়েছেন উত্তর। 

দ্বিতীয়বার মা হতে চলেছেন ভারতী! নিজেই জানালেন সবটা

| Edited By: জয়িতা চন্দ্র

Apr 30, 2025 | 1:35 PM

ছোটপর্দার জনপ্রিয় জুটি ভারতী সিংহ ও হর্ষ লিম্বাচিয়া তাঁদের একমাত্র ছেলে ‘লক্ষ্য’ অর্থাৎ ‘গোলা’কে নিয়ে চুটিয়ে সংসার করছেন। তিন বছর বয়সী এই খুদে তাঁদের জীবন আলো করে রয়েছে। তবে এক সন্তান খবর যখন নিত্য সকলের চর্চার কেন্দ্রে (চর্চিত স্টারকিড), তখনই ভারতীর দ্বিতীয়বার মা হওয়ার খবর শোনা যাচ্ছে সিনেপাড়ায়। নেটপাড়ায় জল্পনা তুঙ্গে, আবারও নাকি অন্তঃসত্ত্বা ভারতী সিং। সত্যি কি তাই? নিজেই দিয়েছেন উত্তর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতী সাফ জানিয়েছেন, তিনি এখনও অন্তঃসত্ত্বা নন। তবে চলতি বছরেই দ্বিতীয়বার মা হওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। ভারতীর মতে, লক্ষ্য এখন যথেষ্ট বড় হয়েছে, এবং এটাই দ্বিতীয় সন্তান নেওয়ার সঠিক সময়। হর্ষও এই সিদ্ধান্তে একমত। এমনকী, ভারতী স্পষ্টভাবেই জানিয়েছেন, এবার তিনি একটি কন্যাসন্তান চান। এই সাক্ষাৎকারে এটা স্পষ্ট হয়ে যায় যে, এখনও তিনি গর্ভবতী নন। তবে খুব শীঘ্রই দ্বিতীয় সন্তানের পরিকল্পনায় রয়েছেন ভারতী ও হর্ষ।

বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত ভারতী। সঞ্চালনা করছেন জনপ্রিয় শো ‘Laughter Chefs 2’, আর হর্ষ ব্যস্ত ‘Superstar Singer’ নিয়ে। প্রসঙ্গত, ২০২২ সালে প্রথমবার মা হন ভারতী। প্রসবের মাত্র ১২ দিনের মাথায় কাজে ফিরেছিলেন তিনি। সেই সময় তাঁকে বেশ ট্রোলের মুখোমুখি হতে হয়েছিল। অনেকেই তাঁকে লোভী’ বলেও কটাক্ষ করেছিলেন। তবুও নিজের পেশা এবং পরিবার—দুই সমানতালে সামলেছেন তিনি।