‘বিরক্ত করবেন না’, সম্পর্ক বাঁচাতে কী করলেন কিঞ্জল-প্রিয়াঙ্কা?

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Jan 24, 2025 | 8:50 PM

চারিদিক বরফের চাদরে মোড়া। মাঝে মাঝে সবুজ ঘেরা পাহাড় দেখা যাচ্ছে। একটুকরো ভূ-স্বর্গ দেখা গেল অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের ফেসবুক স্টোরিতে। বোঝা যাচ্ছে অভিনেত্রী গিয়েছেন কাশ্মীরে। সেই ছবি দেখেই দর্শক মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

বিরক্ত করবেন না, সম্পর্ক বাঁচাতে কী করলেন কিঞ্জল-প্রিয়াঙ্কা?

Follow Us

কৃষাণু (কিঞ্জল নন্দ) এবং ঝর্ণা (প্রিয়াঙ্কা সরকার) এক দশকের বিবাহিত জীবন পার করার পর এখন সেই সম্পর্কের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে। আদালতে তাদের বিবাহ-বিচ্ছেদের মামলা চলছে, তবে আদালতের নির্দেশে সম্পর্কের শেষ সিদ্ধান্ত নেওয়ার আগে তারা একটি শেষ চেষ্টা করতে চায়। তাদের মেয়ে, যারা দুইজনের সম্পর্কের ভবিষ্যতের প্রভাবিত হচ্ছে, তাকেই সামনে রেখে তারা আবারও তাদের সম্পর্ক পুনর্গঠন করার জন্য চেষ্টা করে। এই গল্পই তুলে ধরবে নতুন ছবি “ডু নট ডিস্টার্ব”।

কিন্তু, সম্পর্কের গভীরে যাওয়া ও একে অপরের দিকে ফের নজর দেওয়ার জন্য যে সময় এবং জায়গা প্রয়োজন, তা খুঁজে পাচ্ছে না কৃষাণু ও ঝর্ণা। কর্মক্ষেত্রে একে অপরের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলেছেন, কৃষাণু সহকারীকে ভালোবেসেছেন, এবং ঝর্ণা পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। সেই পরিস্থিতিতে, তারা এক রিসোর্টে যান, তাদের সম্পর্ককে একটি সুযোগ দেওয়ার জন্য। কিন্তু বৃষ্টি শুরু হলে তারা কোথাও বেরোতে পারেন না, আর রিসোর্টের ঘর একে অপরের জন্য অসহ্য হয়ে ওঠে। ঠিক এই সময়েই পাশের রুম থেকে সমীরণ গুপ্ত (চন্দন সেন) এসে তাদের বলেছিলেন যে, তার আত্মহত্যার প্রচেষ্টা বিঘ্নিত হচ্ছে এবং সে চায় তাদের ঝামেলা থামাতে।

এটা কেবল গল্প নয়, একটি সামাজিক বার্তা দেওয়া চেষ্টা করা হয়েছে। প্রযোজক আদ্রিতা দে জানান, তিনি “ডু নট ডিস্টার্ব”-এর মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরতে চেয়েছেন, যেমন বয়স্কদের একাকীত্ব, সম্পর্কের মধ্যে অহংকারের কারণে ভাঙন, এবং সেই কারণে তাদের সন্তানরা যে মানসিক চাপ অনুভব করে, তা। তবে এই সব সমস্যার সমাধান হতে পারে আমাদের সামনে, কিন্তু আমরা অনেক সময় তা দেখেও দেখিনি। সিনেমায় মানুষ তাদের নিজেদের জীবনের সঙ্গে এই সমস্যা গুলোর মিল খুঁজে পাবে।

এছাড়া, কিঞ্জল নন্দ এবং প্রিয়াঙ্কা সরকারের অভিনয়ের সঙ্গে এ ছবিতে আরও অভিনয় করেছেন দেবপ্রতীম দাশগুপ্ত, দুলাল সরকার, স্বাতী মুখোপাধ্যায়, চন্দন সেন এবং লগ্নজিতা দাস।

“ডু নট ডিস্টার্ব” একটি সুন্দর মিশেল। যেখানে জীবন, সম্পর্ক এবং সমাজের প্রতি মনোভাবের গভীরতা তুলে ধরা হয়েছে, সবকিছুই হাস্যরসের মাধ্যমে দর্শকদের সামনে এসেছে।

Next Article