
বহু বছরের কর্মজীবন, বিপুল জনপ্রিয়তা—সবকিছুর মাঝেও সলমনের কাছে সবচেয়ে বড় আইডল একজনই, তিনি ধর্মেন্দ্র। তাঁকে ফিটনেস নিয়ে প্রথম সচেতন করেছিলেন ধর্মেন্দ্রই। দোহায় চলতে থাকা দবাংগ ট্যুর-এ অংশ সলমন খান জানালেন তাঁর ফিটনেস অনুপ্রেরণার কথা। স্টেজে দাঁড়িয়ে সলমন বলেন, “আমার কাছে পরিবারের আগে একজনই ব্যক্তি ছিলেন—ধর্মজি। তিনিই আমার বাবা, ব্যস। আমি তাঁকে ভালবাসি, এবং চাই তিনি আবার সুস্থ হয়ে ফিরে আসুন।”
সলমনের এই কথায় আবারও স্পষ্ট হল দুইয়ের মধ্যে কতটা গভীর সম্পর্ক। আসলে ধর্মেন্দ্র নিজেও বহুবার জানিয়েছেন সলমন তাঁর কাছে কতটা কাছের। এক পুরনো ভিডিয়োতে দেখা যায়, বিগ বস মঞ্চে দাঁড়িয়ে ধর্মেন্দ্র বলেন, “এ আমার তৃতীয় পুত্র।” তিনি সলমনকে নিজের “ছেলে” বলে উল্লেখ করেন। হাসিমুখে আরও বলেন, “আমার তিন সন্তানেকর ভিষণ আত্মসম্মান। কিন্তু আমার এই তৃতীয় ছেলে একটু বেশিই মেজাজি।”
দুই প্রজন্মের দুই সুপারস্টারের এই আন্তরিক বন্ধন কতটা মজবুত, তা প্রমাণ করে সম্প্রতি প্রকাশ্যে আসা ছবিতে। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ধর্মেন্দ্র, খবর পেতেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ধর্মেন্দ্রকে দেখতে ছুটে যান সলমন। ৮৯ বছর বয়সি ধর্মেন্দ্র কিছুদিন ধরে অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি ছিলেন, আর সেই অবস্থায় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন সলমনও।
১২ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া পান ধর্মেন্দ্র এবং এখন তিনি বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর। সানি দেওলের টিমের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, “ধর্মেন্দ্রজি এখন বাড়িতেই, সুস্থতার পথে। আমরা বিনীত অনুরোধ করছি, সবাই তাঁর ও পরিবারের ব্যক্তিগত মুহূর্তকে সম্মান করুন।”