
টলিপাড়ায় হঠাৎ খবর, অভিনেতা-অভিনেত্রী নীল ভট্টাচার্য আর তৃণা সাহার বিয়েতে নাকি সমস্যা হয়েছে। চুক্তির বিয়ে নাকি ভাঙছে! এই খবরের ভিত্তি কী? তাঁরা এমন কিছু বলেছেন? সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট দিয়েছেন? না। পুরোটাই জল্পনা।
বৃহস্পতিবার দুপুরে নীল খোলসা করলেন, ‘আমার আর তৃণার বিয়েতে সমস্যা হচ্ছে, সেটা আমরা তো বলিনি। অথচ খবর হয়েছে। কিন্তু স্পষ্ট করে দিই, এই খবরের কোনও সত্যতা নেই।’ তৃণা বলছেন, ‘আমার নতুন ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে। তার মধ্যে এই সংক্রান্ত ফোন আসায় সমস্যায় পড়ছি।’ নীল-তৃণার সঙ্গে কথা বলে বোঝা গেল, তাঁদের সম্পর্ক এখনও অটুট। তৃণা আবার শুটিং ফ্লোর থেকে নীলকে ঠিক সময়ে লাঞ্চ সেরে নিতে বললেন। হবে নাই বা কেন! প্রেম করে বিয়ে। নিজেদের বিয়ে তাঁরা সেলিব্রেট করেন সব সময়ে। তাঁরা মাঝে-মধ্যে আলাদা থাকেন, তাই নাকি এমন জল্পনা। কিন্তু বিবাহিত হলে ৩৬৫ দিন এক বাড়িতে থাকতে হয়, তাই বা কে বললেন?
নীল যোগ করলেন, ‘আমাদের চুক্তির বিয়ে নাকি ভাঙছে! চুক্তির বিয়ে কী, তাই জানি না।’ বর-বউ কাজে ব্যস্ত সব সময়ে। টলিউডের কয়েকটা পার্টিতে তাই একসঙ্গে পৌঁছাতে পারেননি সম্প্রতি। তা বলে বিয়ে ভাঙার জল্পনা? তৃণা আর নীল বেশ আনন্দের সুরে জানালেন, দু’জনে একসঙ্গে হোলি থিমে একটা শুট করেছেন। আবার সামনেই একটা ফ্যাশন শো-এ একসঙ্গে র্যাম্প ওয়াক করবেন তাঁরা। যে বিচ্ছেদ ঘিরে, সোশ্যাল মিডিয়ায় কথার পিঠে কথা, আসল কথা হলো, সেই বিয়েটা ভাঙছে না, মচকাচ্ছে না আপাতত!