হেজেল-যুবরাজের সংসারে নতুন সদস্য আসছে?
সদ্য যুবরাজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন হেজেলের জন্মদিনের ভিডিয়ো। আর তা থেকেই ছড়িয়েছে এই জল্পনা।
জুনিয়র যুবরাজ সিং (Yuvraj Singh) কি আসছে? অথবা জুনিয়র হেজেল কিচ (Hazel Keech)? অর্থাৎ যুবরাজ এবং হেজেল কিচের সংসারে কি নতুন সদস্যের আগমন হতে চলেছে? সদ্য যুবরাজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন হেজেলের জন্মদিনের ভিডিয়ো। আর তা থেকেই ছড়িয়েছে এই জল্পনা।
অভিষেক কাপুর, অঙ্গদ বেদী, সাগরিকা ঘাটগে, ক্রিস গেইলের মতো বিভিন্ন ক্ষেত্রের তারকারা হেজলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেক কাটার ভিডিওতে উজ্জ্বল অভিনেত্রী। পাশে সর্বক্ষণ ছিলেন যুবরাজও।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ফ্লোরাল প্রিন্টের একটি ড্রেস পরে চেয়ারে বসে রয়েছেন হেজেল। সামনের টেবিলে রাখা কেক। জন্মদিনের খুশি চোখে-মুখে। যুবরাজকে পাশে নিয়ে কেক কাটছেন তিনি। হেজেলের চেহারা দেখে তাঁর প্রেগন্যান্সি নিয়ে জল্পনা ছড়াচ্ছে বিভিন্ন মহলে। যদিও এখনও পর্যন্ত সন্তান আগমনের জল্পনা নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি যুবরাজ এবং হেজেল।
View this post on Instagram
২০১৯-এ আমির খানের কন্যা ইরা খানের পরিচালক হিসেবে ডেবিউ ‘মিডিয়া’তে কাজ করেছেন হেজেল। ‘বিলা’ বা ‘বডিগার্ড’-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি। ২০১৩-এ রিয়ালিটি শো ‘বিগ বস ৭’-এ অংশও নিয়েছিলেন। ২০১৬-র ৩০ নভেম্বর বিয়ে করেন যুবরাজ এবং হেজেল।
আরও পড়ুন, হীরালাল সেন কে? উত্তর খুঁজতে আসছে বায়োপিক
অন্য দিকে ক্যানসার জয় করে যুবরাজের ক্রিকেট মাঠে ফেরাটা ঠিক যেন রূপকথার মতো ছিল। তবে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর খুব একটা শিরোনামে থাকেন না তিনি। হেজেলের প্রেগন্যান্সির জল্পনায় ফের শিরোনামে এল যুবরাজের নাম।