ইন্দ্রনীল-ইশা সৃজিতের ছবিতে, আর কী চমক থাকছে?

Bhaswati Ghosh | Edited By: জয়িতা চন্দ্র

Mar 14, 2025 | 7:00 AM

Excusive: পরিচালকের সঙ্গে কথা বলেই জানা গেল, ছবিটি শ্রীচৈতন‍্য মহাপ্রভুর বায়োপিক। ষোড়শ শতক, ঊনবিংশ শতক আর একবিংশ শতক, এই তিন যুগের তিনটে গল্পের সূত্র ধরে মহাপ্রভুর জীবন বর্ণনা করা হবে ছবিতে। ছবির কাস্টিং এখন টলিপাড়ার চর্চার কেন্দ্রে।

ইন্দ্রনীল-ইশা সৃজিতের ছবিতে, আর কী চমক থাকছে?

Follow Us

‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির কাজে হাত দিচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ‍্যায়। এই ছবির চিত্রনাট‍্য লেখার কাজ শুরু হয়েছিল ২০১৯ সালে। এর আগে ছবিটি তৈরির প্রয়াস হয়েছে। একটা লুক সেট হয়। বাংলার কোন-কোন নামী অভিনেতারা ছবিতে থাকবেন, সেই সময়ে যা ঠিক হয়েছিল, তা আমূল বদলে গেল ২০২৫-এ।

পরিচালকের সঙ্গে কথা বলেই জানা গেল, ছবিটি শ্রীচৈতন‍্য মহাপ্রভুর বায়োপিক। ষোড়শ শতক, ঊনবিংশ শতক আর একবিংশ শতক, এই তিন যুগের তিনটে গল্পের সূত্র ধরে মহাপ্রভুর জীবন বর্ণনা করা হবে ছবিতে।
ছবির কাস্টিং এখন টলিপাড়ার চর্চার কেন্দ্রে। বিনোদিনীর চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়কে। লক্ষণীয় কিছুদিন আগে ‘বিনোদিনী’ ছবিতে রুক্মিণী মৈত্রকে একই চরিত্রে দেখা গিয়েছে। গিরীশ ঘোষ রূপে দেখা গিয়েছে কৌশিক গঙ্গোপাধ‍্যায়কে। এবার শুভশ্রীর পাশে গিরীশ ঘোষ হচ্ছেন ব্রাত‍্য বসু। বর্তমান সময়ে তিনটে চরিত্রের গল্প দেখা যাবে। সেখানে ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহার পাশাপাশি থাকছেন পার্নো মিত্র। টলিপাড়ায় ইন্দ্রনীল-ইশার প্রেম নিয়ে নিত‍্য চর্চা। তাই তাঁদের রসায়ন ছবিতে কেমন হবে, তা নিয়েও আগ্রহ থাকতে পারে দর্শকদের। ‘অটোগ্রাফ’-এ জুটি বেঁধেছিলেন সৃজিত-ইন্দ্রনীল। আবার ‘রাজকাহিনী’-তে জুটি বেঁধেছিলেন সৃজিত-পার্নো। তাই বেশ বড় বিরতির পর পরিচালকের সঙ্গে জুটিতে ফিরছেন তাঁরা।

ছবিতে মহাপ্রভু রূপে দেখা যাবে দিব‍্যজ‍্যোতি দত্তকে। তাঁর বিপরীতে থাকছেন দর্শনা বণিক। ‘অনুরাগের ছোঁয়া’-র মতে সুপারহিট ধারাবাহিক করার পর এটা দিব‍্যজ‍্যোতির জন‍্য দারুণ সুযোগ। তিনি গত কয়েক মাস ধরেই এই চরিত্রের জন‍্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া’ আর ‘এসভিএফ’-এর যৌথ প্রযোজনায় তৈরি হবে ছবিটি। বড় বাজেটের এই ছবিটি কবে মুক্তি পাবে, বাংলার অন‍্যতম চর্চিত ছবি হবে কিনা, তার দিকে নজর থাকবে সিনেমাপ্রেমীদের।