Durga Puja: মুম্বইয়ের মণ্ডপে দেখা হতেই খাঁটি বাংলায় ‘গসিপ’ দুই তারকার, রইল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 23, 2023 | 8:10 PM

Durga Puja: কর্মসূত্রে দু'জনেই থাকেন মুম্বই। কিন্তু দুর্গাপুজোর সময় প্যান্ডেলে দেখা হতেই খাঁটি বাংলায় মশগুল হয়ে পড়লেন দুই বঙ্গতনয়া। ভিডিয়ো মুঠোফোন ও ক্যামেরায় বন্দী হতে সময় লাগল না বেশিক্ষণ। ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল একের পর এক মিম।

Durga Puja: মুম্বইয়ের মণ্ডপে দেখা হতেই খাঁটি বাংলায় গসিপ দুই তারকার, রইল ভিডিয়ো
মণ্ডপে দেখা হতেই খাঁটি বাংলায় 'গসিপ' দুই তারকার

Follow Us

কর্মসূত্রে দু’জনেই থাকেন মুম্বই। কিন্তু দুর্গাপুজোর সময় প্যান্ডেলে দেখা হতেই খাঁটি বাংলায় মশগুল হয়ে পড়লেন দুই বঙ্গতনয়া। ভিডিয়ো মুঠোফোন ও ক্যামেরায় বন্দী হতে সময় লাগল না বেশিক্ষণ। ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল একের পর এক মিম। মুখোপাধ্যায় বাড়ির দুর্গা পুজোতে হাজির হয়েছিলেন সুমনা চক্রবর্তী ও ঈশিতা দত্ত। সাবেকি সাজে লাল পাড় সাদা শাড়িতে নিজেকে মুড়ে হাজির হয়েছিলেন ঈশিতা। অন্যদিকে সুমনার সাজের মধ্যেও ছিল ভরপুর বাঙালিয়ানা। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে মুখোমুখি বসে গল্প করে যাচ্ছেন দু’জনে। শুধু কি গল্প? রীতিমতো হাত পা নেড়ে কথা বলে চলেছেন তাঁরা। শুধুই কি গল্প? নেটিজেনদের রসিকতা, চলছে অনর্গল ‘গসিপ’।

সদ্য মা হয়েছেন ঈশিতা। তাঁর সন্তানকে নিয়ে কেন আসেননি এ প্রশ্ন করতেই, খাঁটি বাংলায় তাঁর উত্তর, “ছোট তো, মাত্র তিন মাস বয়স। আগামীকাল আনব”। ঈশিতা ও সুমনার ওই ভিডিয়ো ভাইরাল হতেই বেরিয়েছে একাধিক মিম। অনেকেরই টিপ্পনি, ‘আসন্ন ভোট নিয়ে আলোচনায় ব্যস্ত তাঁরা’, কেউ আবার লিখেছেন, ‘আগামী বছর পুজোতে কতদিন ছুটি লাগবে সে হিসেব ঠিক করে নিচ্ছেন তাঁরা।”

প্রসঙ্গত, মুখোপাধ্যায় বাড়ির পুজোতে প্রতি বছরই জমায়েত হন হাজারও হাজারও মানুষ। শুধু যে সাধারণই যান, এমনটা কিন্তু নয়। ভিড় করেন তারকারাও। এবারেও সেই মতোই রানি-কাজল তো বটেই, হাজির ছিলেন জ্যাকি শ্রফ হেমা মালিনী, সোনম কাপুরসহ অনেকেই। প্রত্যেকদিন এসেছেন রানি-কাজল। তাঁদের পূজা স্পেশ্যাল লুক দেখলে তাজ্জব হতেই হবে।

 

 

Next Article