AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জীবনের সেরা ‘ফ্যামিলি টাইম’ কাটাচ্ছেন এখন সানি লিওনি, কীভাবে জানেন?

রণবিজয়ের সঙ্গে ‘স্প্লিটসভিলা ১৩’-এর শুট করছেন সানি লিওনি। কেরালায়। তবু তারই মধ্যে কীভাবে সেরা ‘ফ্যামিলি টাইম’ কাটাচ্ছেন এই লাস্যময়ী?

জীবনের সেরা ‘ফ্যামিলি টাইম’ কাটাচ্ছেন এখন সানি লিওনি, কীভাবে জানেন?
পরিবারের সঙ্গে সানি লিওনি
| Updated on: Mar 02, 2021 | 8:29 PM
Share

সানি লিওনির ভরা সংসার। স্বামী এবং তিন ছেলে-মেয়ে। যতই কাজে ব্যস্ত থাকুক এই উষ্ণ-কন্যা, সংসার তাঁর সবার আগে। সানির সংসার-মগ্নতা ঈর্ষণীয়। কেন জানেন?

সানি এখন চুটিয়ে শুটিং করছেন। কেরালার একটি দ্বীপে রণবিজয়ের সঙ্গে ‘স্প্লিটসভিলা ১৩’-এর শুট করছেন তিনি। দিনরাত শুটিং করছেন। কিন্তু কেরালায় সানি একা যাননি। কাজে গিয়েছেন বলে ভুলে যাননি সংসারকে। পুরো পরিবারকেই সঙ্গে নিয়ে গিয়েছেন কেরালা। সানির ভাবখানা এমন, যেন পরিবারের সঙ্গেই উনি সারাদিন কাটাচ্ছেন, মাঝে একটু সময় পেলে শুটিং করে নিচ্ছেন। এ সংসার-প্রেম ছাড়া আর কী!

View this post on Instagram

A post shared by Sunny Leone (@sunnyleone)

এতদিন ধরে পুরো পরিবারের সঙ্গে কাটিয়ে খুব খুশি সানি লিওনি। আনন্দ ঝরে পড়ছে তাঁর গলায়। তিনি বলেছেন “আমি তো আমার তিন ছেলেমেয়েকে নিয়েই শুটিং করতে যাচ্ছি। ওরা যখন দুপুরে বা রাতে ঘুমচ্ছে আমি তখন শুট করে নিচ্ছি। আসলে সিনেমা বা ওয়েব সিরিজের থেকে রিয়্যালিটি শো-এর শুটিং একদম আলাদা। আমাদের শুটিংয়ের জায়গাটা খুব খোলামেলা। বাচ্চারা খেলতে পারছে। প্রকৃতিকে এনজয় করছে। আমি অনেকটা সময় ফ্যামিলির সঙ্গে কাটাতে পারছি। এখন আমি জীবনের সেরা ফ্যামিলি টাইম কাটাচ্ছি।”

View this post on Instagram

A post shared by Sunny Leone (@sunnyleone)

প্রায় ২০০জনকে নিয়ে শুটিং হচ্ছে ‘স্প্লিটসভিলা ১৩’-এর। সানি জানিয়েছেন সতর্কতা অবলম্বন করেই চলছে শুটিং। আর রণবিজয় তো সানির এখন পরিবারেরই একজন হয়ে গিয়েছেন। খুব মজা করে তাঁরা শুটিং করছেন।

আরও পড়ুন :বড় তারকা ছিলাম, কেন যে বাজারদর কমে গেল বুঝতেই পারলাম না: ববি দেওল