ঐশ্বর্য রাই নন, ‘চোখের বালি’-র জন্য প্রথম পছন্দ ছিলেন কোন নায়িকা?

পরিচালক ঋতুপর্ণ ঘোষের 'চোখের বালি' ভাবাই যায় না ঐশ্বর্য রাই বচ্চনকে ছাড়া। এই ছবির প্রতিটা দৃশ্য আজও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। যখনই কোথাও দেখানো হয় এই ছবিটা, দর্শক মুগ্ধ হন। কিন্তু ঐশ্বর্য রাই বচ্চন এই ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন না।

ঐশ্বর্য রাই নন, চোখের বালি-র জন্য প্রথম পছন্দ ছিলেন কোন নায়িকা?

| Edited By: Bhaswati Ghosh

Jul 09, 2025 | 12:52 PM

পরিচালক ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’ ভাবাই যায় না ঐশ্বর্য রাই বচ্চনকে ছাড়া। এই ছবির প্রতিটা দৃশ্য আজও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। যখনই কোথাও দেখানো হয় এই ছবিটা, দর্শক মুগ্ধ হন। কিন্তু ঐশ্বর্য রাই বচ্চন এই ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন না। সম্প্রতি একটা পডকাস্টে নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত খোলসা করলেন, ”’চোখের বালি’ আর ‘দোসর’ দু’টো ছবিই করার প্রস্তাব এসেছিল আমার কাছে। আমি সেই সময়ে ব্যক্তিগত কারণে করতে পারিনি। তবে ঋতুপর্ণর সঙ্গে যে দু’টো কাজ করেছি, তার জন্য জাতীয় পুরস্কার এসেছে। একটাতে আমি জাতীয় পুরস্কার পেয়েছিলাম। ছবিও জাতীয় পুরস্কার পেয়েছিল। ঋতুপর্ণর সঙ্গে আরও বেশি কাজ করতে পারলে ভালো হতো।”

ঋতুপর্ণর সঙ্গে কম কাজ করার বিষয়টা নিয়ে যেমন আফসোস আছে ঋতুপর্ণার, তেমনই আর কিছু নিয়ে এমন ভাবেন কি? ঋতুপর্ণা খোলসা করলেন, ”’রাজকাহিনী’-র জন্য আমার জাতীয় পুরস্কার পাওয়া উচিত বলে মনে হয়েছিল। সেটা পাইনি বলে খারাপ লেগেছিল”, বলেন নায়িকা। লক্ষণীয় কঙ্কনা সেনশর্মা যেসব বাংলা ছবিতে নজর কেড়েছেন, তার মধ্য়ে ‘দোসর’ অন্যতম।

দু’ টো ছবিতেই নায়ক ছিলেন প্রসনেজিত্‍ চট্টোপাধ্যায়। বাংলায় প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণা সেনগুপ্তর জুটি অত্যন্ত চর্চিত। সেই নিরিখে ‘চোখের বালি’ আর ‘দোসর’-ও এই জুটির ছবি হতে পারত। গত বছর প্রসেনজিত্‍-ঋতুপর্ণা জুটির ছবি ‘অযোগ্য’ মুক্তি পেয়েছিল। তারপর দুই তারকা জুটি বেঁধে আর কোন ছবি করবেন, তা ঘোষণা হয়নি। সামনে ঋতুপর্ণা অভিনীত ‘গুডবাই মাউন্টেন’ মুক্তি পাবে।