আমি শাশুড়ি হয়ে গিয়েছি! শ্রাবন্তী চট্টোপাধ্যায় এই কথা কেন বললেন?
ব্যক্তিগত জীবনে নানা চড়াই উতরাই দিয়ে গেলেও , আদতে শ্রাবন্তী ও তাঁর ছেলের মধ্যে সম্পর্ক খুব কাছের। ছেলে ঝিনুককে নায়িকা সবসময় নিজের সাপোর্ট সিস্টেম হিসেবেই দেখেছেন। ছেলেকে খুব কম বয়সে পেয়েছেন, তাই দুজনে একসঙ্গে বেড়ে উঠেছেন বলেই মনে করেন শ্রাবন্তী।

এই বছরটা অবশ্যই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। একের পর এক ছবি মুক্তি পাচ্ছে, ‘আড়ি’, ‘ আমার বস’, ‘রবীন্দ্র কাব্য রহস্য ‘ আবার দুর্গাপুজোর আসবে ‘দেবী চৌধুরানী’। পুজোয়া এবার শ্রাবন্তী চট্টোপাধায়ের ছবি দেবী চৌধুরানী বক্স অফিসে লড়বেন তাঁর দুই নায়কের সঙ্গে । সদ্য ‘আমার বস’ ছবির নায়ক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘রক্তবীজ ২’ ও নায়িকার পুরানো জুটি দেবের ছবি ‘রঘু ডাকাত’ এর সঙ্গে। যদিও নিজের ছবি নিয়ে খুবই আত্মবিশ্বাষী অভিনেত্রী। বাংলা সিনেমায় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সৌন্দর্য্য ও অভিনয়ে প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম। বহু বছর ধরেই নিজের এই জায়গা ধরে রেখেছেন তিনি। অভিনয় নিয়ে কোন ছুতমার্গ রাখেন না তিনি। নায়িকার চরিত্র হোক বা আইটেম নাম্বার সবেতেই তাঁকে দেখা যাচ্ছে বড় পর্দায়।
টলিপাড়ায় ক্যাট ফাইট নিয়ে প্রশ্ন করলে, তাঁর সাহায্য উত্তর, ” কী হবে নিজেদের মধ্যে ঝামেলা করে, আদতে সবাই নিজের কাজের মাধ্যমে নিজের জায়গা করে নেয়। এগুলো ভেবে কোন লাভ নেই।” ব্যক্তিগত জীবনে নানা চড়াই উতরাই দিয়ে গেলেও , আদতে শ্রাবন্তী ও তাঁর ছেলের মধ্যে সম্পর্ক খুব কাছের। ছেলে ঝিনুককে নায়িকা সবসময় নিজের সাপোর্ট সিস্টেম হিসেবেই দেখেছেন। ছেলেকে খুব কম বয়সে পেয়েছেন, তাই দুজনে একসঙ্গে বেড়ে উঠেছেন বলেই মনে করেন নায়িকা। এই প্রসঙ্গেই শ্রাবন্তীকে প্রশ্ন করা হয় ছেলের বিয়ে হলে কেমন শাশুড়ি হবেন শ্রাবন্তী? উত্তরে নায়িকা হেসে বললেন, ” আমি ওরকম টিপিকাল শাশুড়ি একদম নয়। অনেক খোলা মনের মানুষ আমি। আমার ছেলে ঝিনুক কিন্তু একদম মামাস বয় নয়, আমারই ছেলেতো। ” তিনি আরও যোগ করেন, “তবে আমি তো শাশুড়ি হয়ে গেছি। আসলে আমাদের একান্নবর্তী পরিবার, আমার পরিবারে যে সব থেকে বড় দিদি সেই দিদির ছেলের বিয়ে হয়ে গিয়েছে। তাই আমি এখনই শাশুড়ি হয়ে গেছি।
