সবে মাত্র ‘বচ্চন পান্ডে’র শুটিং শেষ করলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। এ খবর আপাতত অজানা নয়। তবে জয়সলমীরে ছবির শুটিংয়ে নতুন তবে ঘোর বিপজ্জনক এক আর্টফর্ম শিখলেন জ্যাকলিন। শক্ত দড়ির উপর দিয়ে হাঁটলেন জ্যাকলিন। ব্যালেন্স বজায় রেখে শরু তার-দড়ির উপর দিয়ে হাঁটা দেশবিদেশের প্রচলিত ভোজবাজি খেলা।
আরও পড়ুন ‘আজকের মতো ঝগড়া করব না তোমার সাথে’, মায়ের জন্মদিনে ছাড় দিলেন সৌরসেনী
একটি ছোট মেয়ে হাতে লাঠি নিয়ে দড়ির উপর দিয়ে হেঁটে চলেছে, এ ছবি আমাদের কাছে নতুন নয়। কিন্তু জ্যাকলিনের পক্ষে এটা যে খুব সহজ ছিল না তা জানায় এক সুত্র। তিনি বলেন, “এটা খুব শক্ত, শরীরের ঠিক ব্যালেন্স বজায় রেখে দড়ির উপর দিয়ে হেঁটে চলা, তাও আবার মাটি থেকে ৮-১০ ফিট উপরে। খুব ধীরে সুস্থে জ্যাকলিন এটা শিখেছে। ওঁর এক্সাইটমেন্ট জার্নিটাকে আরও সহজ করে তুলেছে।”
শুধু তা-ই নয়। সূত্রের আরও খবর যে, জ্যাকলিন পোল ড্যান্সিং এবং এরিয়াল যোগব্যায়ামও শিখেছেন শুধুমাত্র যেন তিনি তাঁর ব্যালেন্সিংয়ে দিকটা আরও নিপুণ হয়ে ওঠে। জ্যাকলিন ‘বচ্চন পান্ডে’ ছবিতে দারুণ কিছু শট দিয়েছেন, এবং যাঁরা ছিলেন তাঁরা তা দেখে একেবারে বিস্মিত হয়ে গিয়েছে।
সবকিছু ঠিকঠাক থাকলে ‘বচ্চন পান্ডে’ ২০২২-এ প্রজাতন্ত্র দিনে রিলিজ হবে। ছবি রিলিজের ঘোষণা করেন খোদ অক্ষয়। ‘বচ্চন পান্ডে’ ছবিতে অক্ষয় কুমার একজন গ্যাংস্টার, যাঁর স্বপ্ন সে একদিন অভিনেতা হবে। ছবির ফার্স্ট লুকে গ্যাংস্টার বচ্চনের ইনটেন্স লুক নডর কেড়েছিল। কৃতি শ্যানন একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন। ‘বচ্চন পান্ডে’ ছবির জন্য যে পারিশ্রমিক অক্ষয় নিয়েছেন তা ভীষণ কম। কারণ প্যান্ডেমিক পরবর্তী সময়ে বন্ধু-প্রযোজক সাজিদ নাদিওয়ালাকে সাহায্য করতেই অক্ষয়ের এই সিদ্ধান্ত।