‘আজকের মতো ঝগড়া করব না তোমার সাথে’, মায়ের জন্মদিনে ছাড় দিলেন সৌরসেনী
মায়ের বার্থডে সেলিব্রেশন নিয়ে কী ভেবেছেন, জানতে ফোন করা হলে, সৌরসেনী বলেন...
“আমি বাজে। তোর সব সব বন্ধুদের মায়েরা ভীষণ ভাল তো? ওঁদের কাছে গিয়েই তো থাকতে পারিস…” কিংবা আমি আছি তো, তাই বুঝতে পারছিস না। যেদিন থাকব না, বুঝবি কী হয়…”—এই ‘পেটেন্ট’ সংলাপগুলো আমাদের কাছে ভীষণ পরিচিত। মায়েদের বলা এ সব শুনতে শুনতে আমরা বড় হয়ে উঠি। ঠিক যেমন এ কথাগুলো শুনেছেন অভিনেত্রী সৌরসেনী মৈত্রও। তাঁর কাছে এসব শোনা একেবারে রোজনামচা।
আরও পড়ুন ৮ এপ্রিল ‘বিগ বুল’ শিং বাগাবে ওটিটি প্ল্যাটফর্মে, জানাল টিজার
তবে আজকের দিনটা আর পাঁচটা দিনের মতো নয়। আজ তাঁর বেস্ট ফ্রেন্ডের জন্মদিন। আজ সৌরসেনীর মায়ের জন্মদিন। তা-ই আজ বকাঝকার মুডে একেবারে নেই শর্মিষ্ঠা মৈত্র। সকাল থেকেই তাঁর মেজাজ ফুরফুরে। কারণ মেয়ে কাজ থেকে ছুটি নিয়েছেন। মা-বাবা আর মেয়ে একেবারে সেলিব্রেশনের মুডে।
রাত বারোটা পেরতেই সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে ছবি পোস্ট করে উইশ করেছেন সৌরসেনী। লিখেছেন, “আমার প্রথম প্রিয় বন্ধু। চলো আজকের মতো ঝগড়া করব না তোমার সাথে। ভাল থাকো, আমাকে খুব ভাল রাখো। হ্যাপি এভরিডে মা। বয়স হচ্ছে, আমাকে নিয়ে বেশি চিন্তা করো না, একটু রিল্যাক্স করো। হ্যাপি বার্থডে। পুনশ্চ: কাল কনটিনেন্টাল খাওয়াও।”
মায়ের বার্থডে সেলিব্রেশন নিয়ে কী ভেবেছেন, জানতে ফোন করা হলে, সৌরসেনী বলেন, “দু’দিনের জন্য শহরের কাছেপিঠে এক রিসোর্টে যাচ্ছি। ১৯ তারিখে সকালে ফিরব। সকাল ১০ টায় বেরনোর কথা ছিল…পৌনে দুটোয় বেরলাম, বুঝছেন তো কী পাংচুয়াল পরিবার আমার।” আর গিফট কী দিচ্ছেন মাকে? উত্তরে একগাল হেসে বললেন, “এখনও কিছু ঠিক করিনি, তবে ভেবেছি কিছু, বলে দিলে মা আগেভাগে জেনে যাবে, তা-ই বলব না”
ফেসবুক পোস্টে লিখেছেন “পুনশ্চ: কাল কনটিনেন্টাল খাওয়াও”, তার কী হবে? সৌরসেনীর একবাক্যে সাফ উত্তর, “ওটা হতেই হবে!”