৮ এপ্রিল ‘বিগ বুল’ শিং বাগাবে ওটিটি প্ল্যাটফর্মে, জানাল টিজার
‘বিগ বুল’-এ অভিনয় করছেল এলিয়েনা ডি ক্রুজ। তিনি ছবিতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন। অভিষেক-এলিয়েনা ছাড়াও রয়েছেন নিকিতা দত্ত, সুমিত ভতস্, রাম কাপুর, সোহুম শাহ এবং লেখা প্রজাপতি।
বলিউড ছবি ‘বিগ বুল’-এর নির্মাতা এবং অভিনেতা টিজার পোস্ট করে ছবি রিলিজের তারিখ ঘোষণা করলেন। মঙ্গলবার রিলিজ হল ফিল্ম টিজার। কুকি গুলাটি পরিচালিত ‘বিগ বুল’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। স্টক-ব্রোকার হর্ষাদ মেহতার চরিত্রে দেখা যাবে তাঁকে। হর্ষদের বিরুদ্ধে ১৯৯২ সালে সিকিউরিটি স্ক্যাম চলাকালীন অসংখ্য আর্থিক অপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছিল।
আরও পড়ুন আমিরের হাত ধরে বলিউডে প্রবেশ করতে চলেছে কোন অভিনেতা?
ছবির প্রযোজক অজয় দেবগণের কণ্ঠে শুরু হয় টিজার। অজয় দেবগণ বলতে থাকেন, ‘ছোট বাড়িতে জন্ম হওয়া মানুষজনকে বেশিরভাগ সময় বড় স্বপ্ন দেখতে মানা করে দেয় এই পৃথিবী। এই কারণে ও নিজের পৃথিবী তৈরি করে নেয়। দ্য বিগ বুল, মাদার অফ অল স্ক্যামস।’
আটের দশকে প্রেক্ষাপটের এই ছবি দেখাবে কীভাবে অভিষেক বচ্চনের চরিত্র অর্থাৎ হর্ষদ মেহতা কীভাবে মুম্বইয়ের স্টক মার্কেটকে বদলে ফেলে ‘দ্য মাদার অফ অল স্ক্যামস’-এ।
Introducing The Big Bull… The mother of all scams!!! Trailer out on 19th March. #TheBigBull releasing on 8th April only on @DisneyplusHSVIP, stay tuned! ?#DisneyPlusHostarMultiplex @Ileana_Official @nikifyinglife @s0humshah @kookievgulati @ajaydevgn pic.twitter.com/U4v3S6odZj
— Abhishek Bachchan (@juniorbachchan) March 16, 2021
গত হছর ২৩ অক্টোবর ঠিক ছিল অভিষেক অভিনীত ‘বিগ বুল’-এর রিলিজের তারিখ। তবে কোভিড কারণে পিছিয়ে যায়। আগামী ৮ এপ্রিল ডিজনি+হটস্টারে মুক্তি পেতে চলেছে ‘বিগ বুল’। আগামী শুক্রবার রিলিজ করবে ছবির ট্রেলার।
টিজার শেয়ার করে জুনিয়র বচ্চন লেখেন, ‘দ্য বিগ বুলের সঙ্গে পরিচয় করাচ্ছি… ‘দ্য মাদার অফ অল স্ক্যামস’! ট্রেলার বেরবে ১৯ মার্চ। আগামী ৮ এপ্রিল ডিজনি+হটস্টারে মুক্তি পাবে।’
‘বিগ বুল’-এ অভিনয় করছেল এলিয়েনা ডি ক্রুজ। তিনি ছবিতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন। অভিষেক-এলিয়েনা ছাড়াও রয়েছেন নিকিতা দত্ত, সুমিত ভতস্, রাম কাপুর, সোহুম শাহ এবং লেখা প্রজাপতি।