‘অডিশন দেওয়া ছেড়ে দেবো ভেবেছিলাম’, বললেন ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা

অঙ্কিতা খোলসা করলেন, ''আজকে একটা কথা স্বীকার করছি। মানে স্বীকার করার কিছু নেই। প্রথমবার বলছি। 'জগদ্ধাত্রী'র অডিশন দেওয়ার পর আমি ঠিক করে নিয়েছিলাম আর অডিশন দেবো না। বারবার ব্যর্থ হচ্ছিলাম অডিশন দিয়ে। তাই মনে হয়েছিল, যেমন মডেলিং করি, সেরকমই করা যাক। অভিনয় করার চেষ্টা করে আর লাভ নেই। তারপর জগদ্ধাত্রী করার সুযোগ পাই। এখন মনে হয়, আমি যদি অন্য কোনও ধারাবাহিক করতাম, তা হলে এত ভালো কিছু হতো না। তাই যা হয় ভালোর জন্যই হয়। স্নেহাশিস স্যারের (চক্রবর্তী) গাইডেন্সে যেভাবে আমরা এই ধারাবাহিকটা করেছি, সেটা শেষ হওয়ার পরও দর্শকের মনে থেকে যাবে।''

অডিশন দেওয়া ছেড়ে দেবো ভেবেছিলাম, বললেন জগদ্ধাত্রী অঙ্কিতা

| Edited By: Bhaswati Ghosh

May 07, 2025 | 8:51 AM

ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডে সেরা ধারাবাহিকের পুরস্কার পেয়েছিল ‘জগদ্ধাত্রী’। এই মুহূর্তে অনেকগুলো নতুন বাংলা ধারাবাহিকের সঙ্গে লড়াই করেও ‘জগদ্ধাত্রী’ বেঙ্গল টপার। শুটিং ফ্লোরে পৌঁছে সকলের সঙ্গে কথা বলে জানা গেল, এই মাসে ১০০০ এপিসোড সম্পূর্ণ হবে এই ধারাবাহিকের। বাংলার কিছু ব্লকবাস্টার ধারাবাহিক যেমন ‘মোহর’, ‘মিঠাই’ ছুঁতে পারেনি ১০০০ এপিসোড। তাই ১০০০ পর্ব ছোঁয়া যে মুখের কথা নয়, সেটা সকলে জানেন। ৪২ বার বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিক। এখন আবার টিআরপি-র শীর্ষে উঠে এসেছে ‘জগদ্ধাত্রী’-র নাম। অঙ্কিতা খোলসা করলেন, ”আজকে একটা কথা স্বীকার করছি। মানে স্বীকার করার কিছু নেই। প্রথমবার বলছি। ‘জগদ্ধাত্রী’র অডিশন দেওয়ার পর আমি ঠিক করে নিয়েছিলাম আর অডিশন দেবো না। বারবার ব্যর্থ হচ্ছিলাম অডিশন দিয়ে। তাই মনে হয়েছিল, যেমন মডেলিং করি, সেরকমই করা যাক। অভিনয় করার চেষ্টা করে আর লাভ নেই। তারপর জগদ্ধাত্রী করার সুযোগ পাই। এখন মনে হয়, আমি যদি অন্য কোনও ধারাবাহিক করতাম, তা হলে এত ভালো কিছু হতো না। তাই যা হয় ভালোর জন্যই হয়। স্নেহাশিস স্যারের (চক্রবর্তী) গাইডেন্সে যেভাবে আমরা এই ধারাবাহিকটা করেছি, সেটা শেষ হওয়ার পরও দর্শকের মনে থেকে যাবে।” অঙ্কিতা একই ধারাবাহিকে দুই প্রজন্মের চরিত্রে অভিনয় করেছেন। আবার একটাই চরিত্রের মধ্যে দুই স্তর রয়েছে প্রথম থেকেই। তাই বেশ দায়িত্ব নিয়ে কাজটা করতে হয়েছে অভিনেত্রীকে। অঙ্কিতা বলছিলেন, ”যখন এই ধারাবাহিকের ৫০০ এপিসোড সম্পূর্ণ হয়েছিল, তখন আমরা বেঙ্গল টপার ছিলাম। আবার ১০০০ এপিসোডের কাছাকাছি এসে আমরা শীর্ষে। তবে বেঙ্গল টপার না হলেও মনখারাপ হয় না। যে পরিমাণ ভালোবাসা পাই দর্শকের থেকে, সেটা নিয়েই কাজ চালিয়ে যাই।”