AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাবার অভিনয় ডেবিউ নিয়ে টেনশনে জাহ্নবী!

শ্রীদেবী মারা যাওয়ার পর বনিই এখন আগলে রাখছেন দুই মেয়েকে। জাহ্নবীর কথায়, “বাবা এখন আমার বন্ধু। আমাদের মধ্যে নতুন একটা সম্পর্ক তৈরি হয়েছে। এখন আমি বাবার সঙ্গে যে কোনও বিষয় নিয়ে কথা বলতে পারি।”

বাবার অভিনয় ডেবিউ নিয়ে টেনশনে জাহ্নবী!
বাবা-মেয়ের বন্ডিং।
| Updated on: Mar 22, 2021 | 2:02 PM
Share

দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) অভিনীত ‘রুহি’। বক্স অফিসে মাঝারি ব্যবসা করছেন এই ছবি। আপাতত দিন কয়েকের বিরতি। তাই ছুটি কাটাতে লস অ্যাঞ্জেলসে বোন খুশি কাপুরের কাছে যাচ্ছেন জাহ্নবী। তবে এখন নিজেকে নিয়ে নন, বাবা বনি কাপুরকে (Boney Kapoor) নিয়ে অনেক বেশি চিন্তায় জাহ্নবী। বনি অভিনয় করবেন, সে কথা কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন। বাবার অভিনয় নিয়েই জাহ্নবী নাকি বেশ টেনশনে!

শ্রীদেবী মারা যাওয়ার পর বনিই এখন আগলে রাখছেন দুই মেয়েকে। জাহ্নবীর কথায়, “বাবা এখন আমার বন্ধু। আমাদের মধ্যে নতুন একটা সম্পর্ক তৈরি হয়েছে। এখন আমি বাবার সঙ্গে যে কোনও বিষয় নিয়ে কথা বলতে পারি।”

জাহ্নবী আরও জানান, কোনও সমস্যায় পড়লে গোটা ইন্ডাস্ট্রির সদস্যরা নাকি বনির কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য ফোন করেন। জাহ্নবীও সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়লে বনির সাহায্য চান। বনি নাকি নিজের মতামত জানানোর পর ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেন জাহ্নবীকেই।

আরও পড়ুন, শুটিং থেকে ছুটি নিয়ে কোথায় বেড়াতে গেলেন রচনা?

লভ রঞ্জনের ছবিতে অভিনেতা হিসেবে ডেবিউ করবেন বনি। রণবীর কাপুর, ডিম্পল কাপাডিয়া, শ্রদ্ধা কাপুরের মতো শিল্পীদের সঙ্গে অভিনয় করবেন বনি। তা নিয়ে উত্তেজিত তাঁর সন্তানরা। বাবার অভিনয় নিয়ে নাকি টেনশনে জাহ্নবী। বাবার শুটিংয়ে কি তিনি যাবেন? এ প্রশ্নের উত্তরে জাহ্নবী সাংবাদিকদের বলেন, “আমার মনে হয়, বাবার শুটিং সেটে গেলে অস্বস্তি হবে আমার। কারণ এতদিন আমি দেখেছি বাবা সেটে সকলকে ইনস্ট্রাকশন দিচ্ছেন। এখন উল্টোটা হবে। সেটা দেখতে তো অভ্যস্ত নই।” তবে বনির পারফরম্যান্স নিয়ে কোনও চিন্তা নেই তাঁর। বড় পর্দায় তিনি ম্যাজিক দেখাবেন, এ বিশ্বাস রয়েছে নায়িকার।