AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রস্রাব করে দেখাও! পরিচালকের নির্দেশ শুনে কেঁপে উঠলেন নায়িকা, তারপর…

পরিচালক কৃষ্ণদেব যাজ্ঞিক তখন শয়তান ছবি তৈরি করছেন। জানকী ছাড়াও, ছবিতে রয়েছেন আর মাধবন, অজয় দেবগণ, জ্যোতিকা সাদানার মতো তারকারা। সেই ছবিতেই অভিনয়ের সুযোগ পান জানকী।

প্রস্রাব করে দেখাও! পরিচালকের নির্দেশ শুনে কেঁপে উঠলেন নায়িকা, তারপর...
| Updated on: May 19, 2025 | 8:42 PM
Share

সিনেমায় অভিনয় করতে গিয়ে যে এমনটা ঘটবে, তা আন্দাজও করতে পারেননি অভিনেত্রী জানকী বোদিওয়ালা। সবার সামনে যখন পরিচালক এমন নির্দেশ দিলেন, তখন জানকীর পা থেকে মাটি সরে গিয়েছিল। কী করা উচিত বুঝতেই পারছিলেন না। লজ্জা, ঘেন্নায় শিউরে উঠেছিলেন জানকী।

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। পরিচালক কৃষ্ণদেব যাজ্ঞিক তখন শয়তান ছবি তৈরি করছেন। জানকী ছাড়াও, ছবিতে রয়েছেন আর মাধবন, অজয় দেবগণ, জ্যোতিকা সাদানার মতো তারকারা। সেই ছবিতেই অভিনয়ের সুযোগ পান জানকী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জানকী জানান, ছবির একটা দৃশ্যের মহড়ার জন্য পরিচালক কৃষ্ণদেব আমাকে ডেকে পাঠান। দৃশ্যটিকে আমাকে বশ করা হয়েছে এবং সেই দৃশ্যে পোশাক পরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আি প্রস্রাব করে ফেলি। দৃশ্যটা শুনেই কেঁপে উঠেছিলাম। তারপর হঠাৎই আমাকে বলল, সেই দৃশ্যটা ওয়ার্কশপে করতে। আমি তো অবাক হয়েছিলাম। পরে বুঝলাম, দৃশ্যটা সত্যিই বেশ কঠিন। বার বার মহড়া দিতেই হবে। তবে শেষমেশ আর সত্যিই সত্যিই প্রস্রাব করতে হয়নি জানকীকে। কারণ, পরিচালক বুঝেছিলেন, অস্বস্তি অনুভব করছেন জানকী। তাই মহড়া না হলেও চলবে।