রাখি সাওয়ান্ত ‘ট্রোলড কুইন’। তিনি যা বলেন তা নিয়েই সোশ্য়ল মিডিয়ায় হাসির হুল্লোড় ওঠে। আর এখন তো রাখি ‘খবর’-এ। সদ্যই ‘বিগ বস ১৪’ থেকে তিনি বেরিয়ে এসেছেন। এসেই অবশ্য আরও একবার বোমা ফাটালেন। তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন স্বয়ং জাভেদ আখতার তাঁকে নিয়ে ছবি বানাতে চান। স্বাভাবিকভাবে রাখির এই দাবিতে নড়েচড়ে বসেছে ইন্ডাস্ট্রি। রাখি কি দিবা-স্বপ্ন দেখছেন?
রাখির দাবি নিয়ে স্বয়ং জাভেদ আখতারকে জিজ্ঞেস করা হলে তিনি অবশ্য জানিয়েছেন রাখি দিবা-স্বপ্ন দেখছেন না। তিনি বলেন, “চার-পাঁচ বছর আগে একবার আমরা একই ফ্লাইটে মুম্বই ফিরছিলাম। রাখি আমায় তখন ওর ছোটবেলার গল্প শোনায়। আমি তখন রাখিকে বলেছিলাম আমি একদিন তোমার জীবনী নিয়ে একটা চিত্রনাট্য লিখতে চাই।”
জাভেদ আখতার রাখি সাওয়ান্তকে নিয়ে চিত্রনাট্য লিখতে চাইলেও তিনি লেখা শুরু করেছেন কি না বা কে সেই ছবি পরিচালনা করবেন সবই এখন বিশ-বাঁও জলে। দবে রাখিকে নিয়ে ছবি হলে তিনি যে নিজেই নিজের চরিত্রে অভিনয় করবেন তা বলাই বাহুল্য।
আরও পড়ুন :‘আর সস্তা নই’, কী পাওয়া গিয়েছে আয়কর হানায়, জানালেন স্বয়ং তাপসী
সম্প্রতি একটি জালিয়াতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন রাখি সাওয়ান্ত ও তাঁর ভাই রাকেশ সাওয়ান্ত। অভিযোগ, ২০১৭-এ ভাই-বোনের সঙ্গে আলাপ হয়েছিল শৈলেশ শ্রীবাস্তব নামে একজন ভদ্রলোকের। রাখির ভাই রাকেশ সাওয়ান্ত এবং রাজ খেতরির সঙ্গে ওই ভদ্রলোক গুরমিত রাম রহিমের বায়োপিক নিয়ে ছবি প্রযোজনা করার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ। পরিকল্পনামাফিক ৬ লাখ টাকা দিয়েছিলেন শৈলেশ। ভাই-বোনও ৭লাখ টাকার ‘পোস্ট-ডেটেড’ চেক দিয়েছিলেন তাঁকে। কিন্তু চেক ভাঙাতে গিয়ে দেখা যায়, চেকে যে সই ছিল, তা জাল। অবশ্য এই জালিয়াতি নিয়ে রাখি বা তাঁর ভাই কোনও কথাই বলেননি।