‘আমি আর শাবানা আজকাল রাস্তায় ঘুমোচ্ছি’, পাক-শিল্পীকে কেন বললেন জাভেদ

ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হওয়ার পর পাকিস্তানের কিছু অভিনেতা-অভিনেত্রীর মন্তব্যে রেগে আগুন বলিউডের কিছু অভিনেতা-অভিনেত্রী। ফওয়াদ খান বলিউডে করণ জোহরের ক্যাম্পের প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন। ভারতে বেশ কয়েকটা কাজ করার পর তাঁর মহিলা অনুরাগীর সংখ্যা বেড়েছে। কিন্তু অপারেশন সিঁদুর নিয়ে এমন মন্তব্য করেছেন অভিনেতা, যে দেশের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’-র প্রধান মুখ রূপালি গঙ্গোপাধ্যায়, ফওয়াদকে টুইটারে আক্রমণ করতে বাধ্য হয়েছেন।

আমি আর শাবানা আজকাল রাস্তায় ঘুমোচ্ছি, পাক-শিল্পীকে কেন বললেন জাভেদ

| Edited By: Bhaswati Ghosh

May 31, 2025 | 2:37 PM

পাকিস্তানের শিল্পী বুশরা আনসারি জাভেদ আখতারকে জঘন্য আক্রমণ করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। তিনি বলেছিলেন, ”মুম্বই শহরে আপনাকে একটা ঘরভাড়াও কেউ দেবেন না। তাই সবচেয়ে ভালো আপনি নাসিরুদ্দিন শাহের মতো চুপ করে থাকুন।” এমন কথা শোনার পর উত্তর দিতে ভোলেননি জাভেদ আখতার। তিনি বলেছেন, ”হ্যাঁ। একদম ঠিক বলছেন। আমি আর শাবানা তো আজকাল রাস্তায় ঘুমোচ্ছি।” ভারতে কীভাবে রয়েছেন জাভেদ আখতার আর শাবানা আজমি সেটা দেখতে পাচ্ছেন পাক-শিল্পীরা। কিন্তু তাঁরা এমন সব মন্তব্য করছেন, যাতে কড়া উত্তর দিতে হচ্ছে।

ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হওয়ার পর পাকিস্তানের কিছু অভিনেতা-অভিনেত্রীর মন্তব্যে রেগে আগুন বলিউডের কিছু অভিনেতা-অভিনেত্রী। ফওয়াদ খান বলিউডে করণ জোহরের ক্যাম্পের প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন। ভারতে বেশ কয়েকটা কাজ করার পর তাঁর মহিলা অনুরাগীর সংখ্যা বেড়েছে। কিন্তু অপারেশন সিঁদুর নিয়ে এমন মন্তব্য করেছেন অভিনেতা, যে দেশের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’-র প্রধান মুখ রূপালি গঙ্গোপাধ্যায়, ফওয়াদকে টুইটারে আক্রমণ করতে বাধ্য হয়েছেন।

অপারেশন সিঁদুর নিয়ে ফওয়াদের বক্তব্য ছিল, ”লজ্জাজনক আক্রমণে যাঁরা প্রাণ হারালেন, তাঁদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাঁদের পরিবার যেন শক্তি পায়, এই পরিস্থিতিতে। যাঁরা প্রাণ হারালেন তাঁদের আত্মার শান্তি কামনা করি। একটাই অনুরোধ, অশান্তির পরিবেশে ইন্ধন জোগাবেন না। নিরীহ মানুষের প্রাণ যাক, সেটা কাম্য নয়।” অপারেশন সিঁদুরকে এমন সরাসরি ‘শেমফুল’ বলে দাগিয়ে দেওয়ার কারণে রূপালি ফওয়াদকে লিখেছেন, ”আপনি যে ভারতে কাজ করেছেন সেটাই ‘শেমফুল’!” এই পোস্টে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, অপারেশন সিঁদুর-এর মতো নানা হ্যাশট‍‍্যাগ ব্যবহার করেছিলেন অভিনেত্রী। রূপালির এমন পদক্ষেপে তাঁকে অভিনন্দন জানিয়েছেন অনুরাগীরা। ফওয়াদের মতো মাহিরা খানকেও যোগ্য জবাব দেওয়া হয়েছে ভারতের তরফে। এবার আনসারির মুখ বন্ধ করলেন জাভেদ।